Advertisement
Advertisement

Breaking News

Anant-Radhika Reception

আম্বানিদের রিসেপশনে টলিউড ব্রিগেড, লাল গালিচায় ‘দেওল ব্রাদার্স’-সহ আর কারা? দেখুন ছবি

বলিউড-টলিউডের কোন তারকারা এলেন অনন্ত-রাধিকার রিসেপশনে?

চমক যে রিসেপশনের রাতেও বাদ যাবে না, তা আগেভাগেই আন্দাজ করা গিয়েছিল। আম্বানিদের রেড কার্পেটে গোবিন্দা এবং সানি দেওল।

'মঙ্গল উৎসব'-এ বাংলা সিনে ইন্ডাস্ট্রির গ্ল্যামারের ছটা। রিয়া সেন, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়রা পৌঁছেছেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। মা মুনমুন সেনের শাড়িতে সাজলেন রাইমা। অন্যদিকে শাশ্বতর পরনে ধুতি-পাঞ্জাবি।

অনন্ত-রাধিকার রিসেপশনে টলিপাড়ার তারকাজুটি যশ-নুসরতও হাজির। রেড কার্পেট থেকে সংবাদ প্রতিদিন-এর ক্যামেরায় ধরা দিলেন জুটিতে।

সানি দেওলের পাশাপাশি ববি দেওলকেও দেখা গেল 'মঙ্গল উৎসব'-এর রাতে। ড্যাপার লুকে ধরা দিলেন ক্যামেরায়।

ছেলে টাইগার শ্রফের সঙ্গে জ্যাকিও পৌঁছে গিয়েছেন অনন্ত-রাধিকার রিসেপশনে। স্বভাবসিদ্ধভাবে হাতে গাছও দেখা গেল।

বিয়ের দিনের মতোই রিসেপশনেও হাজিরা দিলেন বলিউডের তারকাদম্পতি পত্রলেখা-রাজকুমার।

অনন্ত-রাধিকার বিয়ের দিন সেলেবদের ভিড়ে দেখা না গেলেও রিসেপশনে উপস্থিত করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।

আম্বানিদের রিসেপশন লুকে নজর কাড়লেন শোভিতা ধুলাপিয়া এবং অদিতি রাও হায়দরি।