Advertisement
Advertisement

Breaking News

AI Picture on Delhi

AI-র দৌলতে রূপটান দিল্লির, ‘নতুন’ রাজধানীর ছবিতে বিস্মিত নেটদুনিয়া

দেখুন তো চিনতে পারেন কিনা!

দিল্লির অন্যতম দর্শনীয় স্থান লোটাস টেম্পল। পদ্মের মতো দেখতে এই মন্দিরই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে পেয়েছে নয়া রূপ। যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

নানা ঘটনার ঘনঘটায় দিল্লি মেট্রো সবসময় থাকে খবরের শিরোনামে। এবার এআইয়ের দৌলতেই নতুন রূপে ধরা দিয়েছে দিল্লি মেট্রো।

এআইয়ের ছোঁয়ায় রূপবদল ঘটেছে কুতুব মিনারেরও। যা দেখে চমকে গিয়েছেন নেটাগরিকরাও।

হুমায়ুন স্মৃতিসৌধ। দিল্লির অন্যতম দর্শনীয় এই স্থানও অ্যানিমেশনের ছোঁয়ায় হয়েছে অভিনব। প্রায় চেনাই যাচ্ছে না তাকে।

রাজধানীর রেলের কদর রয়েছে সর্বত্র। এআইয়ের কেরামতিতে দিল্লির ট্রেনের নতুন রূপও হয়ে উঠেছে অনন্য।

অক্ষরধাম মন্দিরের রূপবদলেও কার্যকরি ভূমিকা পালন করেছে এআই। নতুনভাবে ধরা দিয়েছে এই মন্দির।