Advertisement
Advertisement

Breaking News

Trina Saha

ভরা বসন্তে রূপের আগুনে ঝলসে দিলেন তৃণা, বোল্ড ফটোশুট না দেখলেই মিস!

নায়িকার নতুন ছবি ঘিরে সরগরম নেটপাড়া।

সোশাল মিডিয়ায় তৃণা সাহার নতুন ফটোশুট দেখে সরগরম নেটপাড়া। কালো স্বল্পাবাসে অভিনেত্রীকে দেখে অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত।

দিন কয়েক ধরেই গুঞ্জন, নীল ভট্টাচার্যের সঙ্গে তৃণা সাহার বিয়ে নাকি ভাঙছে! এমন জল্পনায় তোলপাড় টলিপাড়া।

তবে সেই জল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যেই স্ত্রী তৃণা সাহাকে জড়্িয়ে ধরেছিলেন নীল। শুধু তাই নয়! নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তারকাদম্পতির মন্তব্য, “যেমন ছিলাম, তেমনই আছি। সবটাই ভুয়ো।”

২০২১ সালে ওই একই দিনে সাতপাকে বাঁধা পড়েন টলিপাড়ার মিষ্টি জুটি নীল-তৃণা। সম্প্রতি রটে গিয়েছিল, নীল-তৃণার চার বছরের চুক্তির বিয়ে ছিল। সেই চুক্তি শেষ হয়েছে গত ৫ ফেব্রুয়ারি।