Advertisement
Advertisement

Breaking News

Sreejita De

আসানসোলের মেয়ে মুম্বই কাঁপাচ্ছেন! বিকিনি সুন্দরী সৃজিতাকে চেনেন? ‘হট’ ছবিতে ঘাম ছুটবে

নেটপাড়ায় ছ্যাঁকা দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী।

২০২৩ সালেই জার্মান প্রেমিক মাইকেল পপকে বিয়ে করেছেন সৃজিতা দে।

আদতে আসানসোলের মেয়ে। তবে স্বপ্নপূরণের জন্য মুম্বইতে পা রেখেছেন অনেক আগেই।

একাধিক হিন্দি ধারাবাহিকে কাজ করে তিনি এখন টেলিদর্শকদের অন্দরমহলে অতি পরিচিত মুখ।

সৃজিতা দে অংশ নিয়েছিলেন 'বিগ বস'-এও। সেই শোয়েই তাঁর জার্মান প্রেমিকের কথা ফাঁস হয়। তারপর আর দেরি করেননি বিয়েটা সেরে ফেলতে।

খ্রিস্টান মতে বিয়ে করেন বাঙালি মেয়ে সৃজিতা দে। লাল বেনারসি নয়, বরং সাদা গাউনেই একে-অপরের সঙ্গে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হয় সৃজিতা এবং মাইকেল।

হিন্দি সিরিয়ালের সেই অভিনেত্রীই এখন বিদেশের সমুদ্র সৈকতে বিকিনি লুকে ধরা দিলেন।

প্রবাসী বঙ্গকন্যা সৃজিতা দের হট অবতার দেখে নেটিজেনদের মূর্চ্ছা যাওয়ার জোগাড়! (ছবি : ইনস্টাগ্রাম)