আজ কলকাতা তো কাল মুম্বই...! সৌরসেনী মৈত্র এখন বেজায় ব্যস্ত। দিন কয়েক আগেই নর্থ আমেরিকা বঙ্গ সম্মেলনে মঞ্চ মাতানো পারফরম্যান্সে তাক লাগিয়েছেন।
এবার বোল্ড ফটোশুটে ভক্তদের কালঘাম ছোটালেন অভিনেত্রী। বর্ষার মরশুমে যেন সৌরসেনী মৈত্রর শরীরী আগুনে পুড়ছে নেটদুনিয়া। যেন 'যৌনবোমা'।
পরনে নীল ওয়ান পিস বিকিনি। মাখন শরীর। উন্মুক্ত উরুতে ঝলসে উঠল রোদ্দুর। আর সেই রোদ গায়ে মেখেই ক্যামেরার সামনে নিজেকে মেলে ধরলেন টলিউড সুন্দরী।
মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সৌরসেনী। সিনেমায় তার সফর শুরু হয় বেদব্রত পাইনের ঐতিহাসিক ছবি 'চিটাগং'-এর মাধ্যমে।
'মাছের ঝোল', 'ব্যোমকেশ গোত্র', 'একান্নবর্তী', 'বাবা বেবি ও' সিনেমার মাধ্যমে বাংলার দর্শকদের নজর কেড়েছেন সৌরসেনী। পেয়েছেন প্রশংসা।
এখন হিন্দি-বাংলা দুই মাধ্যমেই অভিনয় করছেন সৌরসেনী। আর কাজের ফাঁকে ঘোরার সুযোগও ছাড়েন না অভিনেত্রী। উপরন্তু ভক্তদের জন্য থাকে নতুন নতুন ছবি উপহার। (ছবি- ইনস্টাগ্রাম)
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.