সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন নুসরত জাহান। কখনও পাহাড়, কখনও সমুদ্র। তবে সমুদ্র যে নুসরতের একটু বেশিই পছন্দ, তা অন্তত নুসরতের ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায়।
তবে এবার নুসরতের সঙ্গে শুধু যশ নয়। রয়েছে ছোট্ট ইশানও। মা-বাবার সঙ্গে মজায় ছুটি কাটাচ্ছে সেও।
নীল বিকিনিতে বিদেশের সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়ালেন নুসরত।
একদিকে গোটা দেশে ভোটের হাওয়া গরম। সেই সময়ই বিদেশেপ মাটিতে হইচই করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরত।
অভিনয়ের বাইরে যশের সঙ্গে হাত মিলিয়ে প্রযোজনা সংস্থাও খুলেছেন নুসরত। জীবনের এই নতুন ইনিংসের শুরুয়াতেই অনুরাগীদের চমকে দিয়েছেন তারকাজুটি। বাংলায় এটাই প্রথম ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘সেন্টিমেন্টাল’।
মুখ্য ভূমিকায় যশ-নুসরত। যশকে এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছে। তবে আপাতত, সব ব্যস্ততা থেকে ছুটি নিয়ে বিদেশের মাটিতে স্বপরিবারে ছুটি কাটাচ্ছেন নুসরত জাহান।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.