Advertisement
Advertisement
Madhumita Sarcar

ফুল ফুটুক না ফুটুক, পৌষেই বসন্ত আনলেন মধুমিতা, ফুলেল গাউনে নজরকাড়া নায়িকা

মধুমিতার ফ্যাশন ম্যাজিক। অ্যালবাম না দেখলেই মিস!

মধুমিতা এখন নেটপাড়ার 'কিশোরী'। ব্যক্তিগতজীবনে প্রেমের জোয়ারে নিজে ভেসে যাওয়ার পাশাপাশি অনুরাগীদেরও ভাসাচ্ছেন।

নতুন বছরের পয়লা সোমবারই মধুমিতা এমন মায়াজাল বুনলেন যে অভিনেত্রীর ফ্যাশন ম্যাজিক দেখে নেটপাড়ার একাংশের মূর্চ্ছা যাওয়ার জোগাড়!

রকমারি গোলাপ ফুল দিয়ে একটি সুন্দর গাউন ডিজাইন করেছেন মধুমিতা সরকার নিজে। আর সেই ফুলেল গাউনেই নজরকাড়া নায়িকা। ভক্তদের কথায়, 'ফুল ফুটুক না ফুটুক, পৌষেই বসন্ত আনলেন মধুমিতা।'

দর্শক অনুরাগীদের কাছে মধুমিতা সরকার 'সেক্সিং বং বিউটি'। দুষ্টু মিষ্টি নায়িকা মাঝেমধ্যেই বোল্ড ফটোশুটে নেটপাড়ায় উষ্ণতা ছড়ান।

যা পরেন, তাতেই মানিয়ে যায়। আসলে মধুমিতা যে ফ্যাশন সচেতন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। এবারও নতুন ফটোশুটে আগুন ধরালেন নেটপাড়ায়। (ছবি- ইনস্টাগ্রাম)