Advertisement
Advertisement
Abhishek Banerjee

৫ দশকের অপেক্ষা শেষ পাঁচ বছরে, কথা রেখে চড়িয়াল সেতু উদ্বোধন অভিষেকের, তোপ কেন্দ্রকে

৫ দশক পর দাবিপূরণ হওয়ায় খুশি ডায়মন্ড হারবারের বাসিন্দারা।

কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ৫ বছরের মধ্যে বজবজের চড়িয়াল সেতু উদ্বোধন করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ছবি: অরিজিৎ সাহা।

এই সেতু চালু হলে একদিকে চড়িয়াল থেকে আছিপুর, অন‌্যদিকে ফলতা থেকে আমতলা জুড়ে যাবে। বজবজ রেল স্টেশনেও পৌঁছনো সহজ হবে। মোট ৫৬ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে বজবজ বিধানসভার চড়িয়াল ব্রিজের দ্বিতীয় লেনের সম্পন্ন হয়। ছবি: অরিজিৎ সাহা।

অভিষেক বলেন, "আমি যখন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলাম তখন বজবজ এলাকার মানুষ বজবজের এই চড়িয়াল ব্রিজের দাবি করেছিল। আমি কথা দিয়েছিলাম যে আগামী পাঁচ বছরের মধ্যে এই ব্রিজের কাজ আমরা সুসম্পন্ন করব। পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে এবং ব্রিজের কাজও সম্পন্ন হয়েছে।" ছবি: অরিজিৎ সাহা।

তিনি আরও বলেন, "২০১৯ সালে ১৮ ফেব্রুয়ারি আমি এই মাঠ থেকেই কথা দিয়েছিলাম যে আগামী পাঁচ বছরের মধ্যে আপনাদের স্বপ্ন আমি বাস্তবায়িত করব, না হলে আপনাদের সামনে মুখ দেখাব না। পাঁচ বছরের মধ্যেই আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়িত করেছি আমি।"

আজকের সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, "বাংলা থেকে মোদি লুট করছে এবং দিদি দুহাত ভরে একের পর এক জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষদের পাশে দাঁড়াচ্ছে।"

১০০ দিনের কাজের বকেয়া টাকা ফেরতের দাবি নিয়ে সরব হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যা।

দীর্ঘ ৫ দশক পর দাবিপূরণ হওয়ায় খুশি ডায়মন্ড হারবারের বাসিন্দারা।