Advertisement
Advertisement
Abhishek Banerjee

প্রথম ৬ দফায় কত আসন পেল তৃণমূল? ডায়মন্ড হারবারে হিসেব দিলেন অভিষেক

এদিনের নির্বাচনী প্রচার থেকে নিজের পুরনো বক্তব্য মনে করিয়ে দেন অভিষেক।

বাংলায় এখনও পর্যন্ত ৩৩ আসনে ভোট হয়েছে। এর মধ্যেই ২৩ পার করে দিয়েছে তৃণমূল। মঙ্গলবার ডায়মন্ড হারবারের নির্বাচনী সভা থেকে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ছবি: ফেসবুক।

ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুরের সেঞ্চুরি প্লাইউড পার্কিং গ্রাউন্ডে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সন্ধ্যেয় ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কামারপোল পালের মোড় থেকে ২৪৬ বাসমোড় পর্যন্ত একটি রোড শো - তে অংশ নেন। ছবি: ফেসবুক।

এদিনের নির্বাচনী প্রচার থেকে নিজের পুরনো বক্তব্য মনে করিয়ে দেন অভিষেক। যেখানে তিনি বলেছিলেন, পৃথিবী রসাতলে গেলেও তাহলেও উনিশের তুলনায় একটি বেশি আসন পাবে তৃণমূল। ছবি: ফেসবুক।

রাজ্য়ে ইতিমধ্যে ৩৩ লোকসভা আসনে নির্বাচন হয়েছে। এখনও ৯ আসনে ভোট বাকি রয়েছে। এর মধ্যেই বড় দাবি করলেন অভিষেক। ছবি: ফেসবুক।

তিনি বলেন, "এখনও পর্যন্ত নটি আসনে ভোট বাকি আছে। ৩৩টি আসনে ভোট হয়েছে। এর মধ্যেই তৃণমূল ২৩ পার করে দিয়েছে।" বাকিটা ডায়মন্ড হারবার দফারফা করে দেবে বলে দাবি করেছেন অভিষেক। ছবি: ফেসবুক।

বক্তব্যের শুরুতেই চাঁচাছোলা ভাষায় সিপিএম ও বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক। বলেন, "৩৪ বছর বাংলায় ক্ষমতায় ছিল সিপিএম। সিপিএমের এমপিরা ৩-৪ বার করে এক-একজন জিতেও এলাকার মানুষকে বঞ্চিত করে রেখেছিলেন। মানুষের জন্য কিছুই করেননি তাঁরা।" ছবি: ফেসবুক।

শেষদফায় অভিষেকেরে কেন্দ্র ডায়মন্ড হারবারেও ভোট রয়েছে। তাই সেখানে লাগাতার প্রচারে নেমেছেন বিদায়ী সাংসদ। ছবি: ফেসবুক।