Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

জন্মদিনে আমজনতার ভিড়ে মিশলেন অভিষেক, মেয়েকে সঙ্গে নিয়েই কাটলেন কেক

বীরভূমে তাঁর দীর্ঘায়ু কামনা করে পুজো দিলেন কাজল শেখ।

জন্মদিনে অন্য মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেলে কালীঘাটে কার্যালয়ের বাইরে কার্যত জনজোয়ার দেখা গেল। ভিড়ে মিশে গেলেন সাংসদ।

এদিন বেলা বাড়তেই কালীঘাটে বাড়তে থাকে অভিষেক অনুগামীদের ভিড়। হাতে অভিষেকের নাম লেখা পতাকা নিয়ে হাজির হন কয়েক শো মানুষ। সঙ্গে ছিল কেক, ফুল-সহ নানা উপহার।

বিকেলে ছেলে ও মেয়েক সঙ্গে নিয়ে কালীঘাটে আসেন। রাস্তার দুপাশে অপেক্ষায় থাকা অনুরাগীদের সঙ্গে কথা বলেন। দেন অটোগ্রাফও।

জনতার ভিড়ে মিশেই কেক কাটেন তিনি। তুলে দেন অনুরাগীদের।

গোলাপ ফুলের শুভেচ্ছা। নানারঙের ফুল দিয়ে তৈরি হয়েছে অভিষেকের মুখাবয়ব। তা তুলে দেওয়া হয়েছে সাংসদের হাতে। এদিকে অনুগামীর পরে থাকা জামায় অটোগ্রাফ দিতে দেখা গেল অভিষেককে।

আমজনতার সঙ্গে কথা বলার পর দলের নেতা-কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন অভিষেক। সেখানেও ছিল আজানিয়া ও আয়াংশ।

মন্ত্রী পার্থ ভৌমিক-সহ অন্যান্যরা কেক খাইয়ে দেন অভিষেককে। তাঁর দীর্ঘায়ু ও রাজনৈতিক কেরিয়ারের উন্নতি কামনা করলেন।

তবে শুধু কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন জেলায় উদযাপিত হয়েছে অভিষেকের জন্মদিন। বীরভূমে তাঁর দীর্ঘায়ু কামনা করে পুজো দিলেন কাজল শেখ।