Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

ইউটিউব দেখে নিজেই নিজের পেট কেটে ১১টা সেলাই যুবকের! ফল হল অভাবনীয়…

ওই যুবক বেশ কয়েকদিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন।

Uttar Pradesh man self-operates after watching YouTube tutorial
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:March 21, 2025 6:51 pm
  • Updated:March 21, 2025 6:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউটিউবের দৌলতে এখন কোনও কিছুই শেখা আর অসম্ভব নয়। চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সবই জানা যায়। তা বলে ইউটিউব দেখে নিজের অস্ত্রোপচার? হ্যাঁ ঠিকই পড়ছেন। এমনই কাণ্ড ঘটিয়েছেন উত্তরপ্রদেশের বৃন্দাবনের এক যুবক! অসহ্য পেটের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ইউটিউব দেখেই বাড়িতে পেট কেটে ফেলেন তিনি। এমনকী ১১টা সেলাইও করেন। এখন হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের।

জানা গিয়েছে, বৃন্দাবনের সুনরাখ গ্রামের বাসিন্দা রাজা বাবু বেশ কয়েকদিন ধরেই অসহ্য পেটের যন্ত্রণায় ভুগছিলেন। বারবার ডাক্তারের কাছে গেলেও ব্যথা থেকে রেহাই মেলেনি। অবশেষে নিজেই নিজের চিকিৎসা করবেন বলে স্থির করেন রাজা। বুধবার দিন মোবাইলে খুলে বসেন ইউটিউব। প্রথমে প্রয়োজনীয় জিনিসপত্রের একটা তালিকা করেন। সেই মতো ওষুধের দোকান থেকে সেলাইয়ের ব্লেড, অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন, প্লাস্টিকের সুতো কিনে আনেন।

Advertisement

এরপর নিজেই নিজেকে অ্যানেস্থেসিয়ার ইঞ্জেকশন দেন। তাই কিছু বুঝতে পারেননি। পেটে কেটে ১১টা সেলাই করে ফেলেন। কিন্তু ধীরে ধীরে অ্যানেস্থেসিয়ার প্রভাব কাটতেই আসল খেল টের পান রাজা। শুরু হয় তীব্র যন্ত্রণা। ছটপট করতে করতে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে আসেন আশপাশের প্রতিবেশীরা। সকলে মিলে রাজাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অন্য হাসপাতালে রেফার করা হয়। রাজার ভাগ্নে জানান, ১৮ বছর আগে রাজার অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement