Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

দুই সন্তানের বাবার শরীরে জরায়ু-ডিম্বাশয়! হার্নিয়া অস্ত্রোপচারে হতবাক চিকিৎসকরা

কয়েক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন রাজগীর।

Uttar Pradesh man goes for hernia operation and doctors find ovary uterus
Published by: Kishore Ghosh
  • Posted:August 13, 2024 8:37 pm
  • Updated:August 13, 2024 8:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসাশাস্ত্র যদি হয় প্রশ্ন, তবে মানব শরীর হল উত্তর। যুগ যুগ ধরে যার রহস্যভেদে লেগে আছেন গবেষকরা। উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ৪৬ বছরের রাজগীর মিস্ত্রি যেমন চমকে দিলেন ডাক্তারদের। ওই যুবক পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। পরীক্ষা করে চিকিৎসকরা আবিষ্কার করলেন একজন পুরুষের শরীরে রয়েছে মহিলাদের মতো প্রজনন অঙ্গ। আর তাতেই যাবতীয় গোলমাল। কী করে সম্ভব?

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, কয়েক দিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন দুই সন্তানের বাবা রাজগীর। চিকিৎসকের কাছে গেলে তিনি যুবককে আল্ট্রাসাউন্ড করার পরামর্শ দেন। সেই পরীক্ষার পরে যুবকের শরীরের ভিতর একটি অতিরিক্ত মাংসপিণ্ড রয়েছে বলে জানান চিকিৎসকরা। এর ফলে তাঁর হার্নিয়া হয়েছে বলে জানানো হয়। যার পর অস্ত্রোপাচরের জন্য একটি বিনামূল্যের একটি ক্যাম্পে যান রাজগীর। সেই মারফত অস্ত্রোপচার হয় তাঁর। তখনই চমকান চিকিৎসকরা।

Advertisement

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ ধর্ষণে দোষী আসারাম বাপু! চিকিৎসার জন্য ৭ দিন প্যারোলে মুক্ত]

অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা দেখেন, যে মাংসপিণ্ডের জন্য রাজগীরের হার্নিয়া হয়েছে, তা আসলে একটি অনুন্নত জরায়ু। ওই জরায়ুর পাশে একটি ডিম্বাশয়ও খুঁজে পান চিকিৎসকেরা। যদিও দুই সন্তানের বাবা রাজগীরের মধ্যে মহিলাদের মতো শারীরিক বা চারিত্রিক বৈশিষ্ট্য নেই বলেই দাবি চিকিৎসকদের। অস্ত্রোপচারের পর তিনি ভাল আছেন।

 

[আরও পড়ুন: আর জি কর কাণ্ডে প্রতিবাদ-বিক্ষোভ দিল্লি এইমসে, কর্মবিরতিতে ব্যাহত অস্ত্রোপচার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement