Advertisement
Advertisement

Breaking News

Delhi

বান্ধবীকে জন্মদিনে দেওয়া চাই আইফোন, টাকা না পেয়ে এ কী করল কিশোর!

পুলিশে অভিযোগ হতেই কীর্তি ফাঁস কিশোরের!

Delhi boy steals mother gold for gift iphone to girl friend
Published by: Subhankar Patra
  • Posted:August 9, 2024 8:23 pm
  • Updated:August 9, 2024 10:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বান্ধবীর জন্মদিন বলে কথা। বিশেষ কিছু উপহার দিতে হবে। কিন্তু যে সামগ্রী উপহার দিতে চায় তা কেনার জন্য পর্যাপ্ত টাকা কিশোরের কাছে নেই। অবশ্য, নবম শ্রেণির ছাত্রের কাছে সেই টাকা না থাকাটাই স্বাভাবিক। কিন্তু উপহার তো দিতেই হবে! উপায়? এর পরই মায়ের গয়না চুরির কথা মাথায় আসে তার। সেই গয়না খোলা বাজারে বিক্রি করে উপহার কেনে সে। তবে পুলিশে অভিযোগ হতেই কিশোরের কীর্তি ফাঁস! ঘটনাস্থল দিল্লির নজফগড় এলাকা।

[আরও পড়ুন: বৃদ্ধ বরের মুখ দেখে মূর্ছা গেলেন তরুণী কনে! ভাইরাল বিয়ের আসরের ভিডিও]

বিষয়টি কী? কী এমন উপহার কিনতে গেল যে কিশোরকে মায়ের গয়না চুরি করতে হল? জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা ওই যুবক বান্ধবীকে আইফোন উপহার দিতে চেয়েছিল। সেই জন্য মায়ের কানের দুল, আংটি, চেন চুরি করে কিশোর। সেই গুলি বিক্রি করে প্রায় ৫০ হাজার টাকার আইফোন বান্ধবীকে উপহার দেয় সে। 

Advertisement

এদিকে, বাড়ি থেকে সোনার গয়না চুরি যাওয়ায় পুলিশে অভিযোগ জানান কিশোরের মা। তদন্তে নামে পুলিশ। প্রথমে তদন্তকারীদের বেশ বেগ পেতে হয়। অপরাধ যেখানে হয়েছে সেই এলাকায় সিসিটিভি ফুটেজ দেখা হয়েছিল। কোনওরকম সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেখানেও কিছু মেলেনি। তার পরই পুলিশের সন্দেহ হয় ঘটনায় বাড়ির কেউ যুক্ত। এর পরই জানা যায় ঘটনার পর থেকেই ওই কিশোর বাড়িতেই আসেনি। ব্যস! দুইয়ে দুইয়ে চার করতে দেরি হয়নি। ওই কিশোর বাড়ি ফিরতেই তাঁকে ধরা হয়। মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ার পর এই চুরি বলে  জানিয়েছে পুলিশ। 

[আরও পড়ুন: টলতে টলতে স্কুলে মদ্যপ প্রধানশিক্ষক! লুঙ্গি-গেঞ্জি পরেই রেজিস্টারে সই, ভিডিও ঘিরে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement