Advertisement
Advertisement

Breaking News

Ambani

কত দামের গাড়িতে চড়ে আম্বানির কুকুর? জানলে অবাক হবেন

অনন্ত-রাধিকার বিয়েতে সকলের নজর কেড়েছিল আম্বানি পরিবারের চারপেয়ে সদস্য হ্যাপি।

Ambani dog Happy owns a luxury car
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 18, 2024 7:55 pm
  • Updated:July 18, 2024 7:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। তাঁদের বিয়েতে নজর ছিল গোটা দেশের। দেশ-বিদেশের কে কে সামিল হচ্ছেন, তাঁদের পোশাক সবকিছুই দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। সেখানেই বাহারি পোশাকে দেখা গিয়েছে আম্বানীদের চারপেয়ে সদস্য হ্যাপিকে। জানেন, কত টাকা দামের গাড়ি চড়ে সে?

আম্বানি পরিবারের সদস্য হ্যাপি গোল্ডেন রিট্রিভার প্রজাতির কুকুর। অনন্তের পশু-পাখির প্রতি ভালোবাসা কারও অজানা নয়। তবে হ্যাপি গোটা পরিবারের চোখের মণি, সন্তানের সমান। পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে শামিল হয় সে। রাজকীয় বিয়েতেও নজর কেড়েছিল সে। জানা গিয়েছে, হ্যাপির জন্য রয়েছে আলাদা গাড়িও। আম্বানিদের গ্যারাজে রয়েছে এটি মার্সিডিজ বেঞ্জ G 400d। যার দাম ৪ কোটি টাকা। এটি ব্যবহৃত হয় হ্যাপির জন্য। ওই গাড়িতে চড়েই বিভিন্ন জায়গায় যায় এই চারপেয়ে। আগে ফরচুনার চড়ত হ্যাপি। শুধু গাড়ি নয়, অনন্তের সঙ্গে বিশেষ বিমানেও চড়ে সে। হ্যাপির দেখভালের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা।

Advertisement

[আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে ডিব্রুগড় এক্সপ্রেস, লাইনচ্যুত ১০-১২টি কামরা]

প্রসঙ্গত, অনন্ত পশুপ্রেমী। প্রায় পাঁচ হাজার পথকুকুর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন তিনি। একসময় নীতা আম্বানি বলেছিলেন, “অনন্তের পাঁচ হাজার কুকুর আছে। আমাদের শুধু হ্যাপি। ও আমাদের সন্তান”। এই চারপেয়ে যে সত্যিই আম্বানি পরিবারের সন্তান-সম তা ফের প্রমাণিত অনন্ত-রাধিকার বিয়ের ছবিতেই।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Automobili Ardent India (@automobiliardent)

[আরও পড়ুন: ২১ জুলাই মুসলিম হবেন ২৩ হিন্দু যুবা, যোগীকে ‘চ্যালেঞ্জ’ বরেলির মৌলানার!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement