Advertisement
Advertisement
Peerless Hospital

জরুরি চিকিৎসা পরিষেবায় সেরা পিয়ারলেস হাসপাতাল, সচেতনতা প্রচারে Liqvid Asia

ডিজিটাল মার্কেটিং সংস্থার ভাষায় পিয়ারলেস হাসপাতাল 'এমারজেন্সি এক্সপার্ট'।

Peerless Hospital Partners with Liqvd Asia for Emergency Awareness Campaign
Published by: Kishore Ghosh
  • Posted:April 23, 2024 5:44 pm
  • Updated:April 23, 2024 6:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অত্যাধুনিক জরুরি পরিষেবা দিতে তৈরি কলকাতার পিয়ারলেস হাসপাতাল (Peerless Hospital)। সেকথা জনতার মাঝে তুলে ধরতে কাজ করবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি Liqvid Asia। সম্প্রতি এই বিষয়ে Liqvid-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পূর্ব ভারতের অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান পিয়ারলেস।

পিয়ারলেস হাসপাতালের জরুরি ওয়ার্ডের দক্ষতা সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি Liqvid। পূর্ব ভারতের অন্যতম সেরা এই হাসপাতাল একদিকে যেমন অত্যাধুনিক যন্ত্রাংশে সজ্জিত, তেমনই এই চিকিৎসাকেন্দ্রে রয়েছে দক্ষ চিকিৎসা কর্মীরা। জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় আস্থাভাজন পিয়ারলেস হাসপাতাল।

Advertisement

 

[আরও পড়ুন: কত টাকায় লড়েছিলেন জীবনের প্রথম মামলা? গোপন তথ্য ফাঁস প্রধান বিচারপতির]

প্রয়োজনের সময় কেন পিয়ারলেসকেই বেছে নেওয়া উচিত, সেই বিষয়ে আমজনতাকে সচেতন করবে লিকভিড এশিয়া। ডিজিটাল মার্কেটিং সংস্থার ভাষায় পিয়ারলেস হাসপাতাল ‘এমারজেন্সি এক্সপার্ট’। হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র পাই বলেন, প্রত্যেক রোগীকে উন্নতমানের চিকিৎসা তথা সেবাদান আমাদের সংকল্প। সেরা চিকিৎসা দিতে দায়বদ্ধ আমরা। এই বিষয়ে সচেতনতা প্রচার চালাতে Liqvid Asia-র বিকল্প নেই।

 

[আরও পড়ুন: ভোট চাই ‘রামচন্দ্র’র, করজোড়ে জনতার দরবারে ‘সীতা-লক্ষ্মণ’]

অন্যদিকে Liqvid-এর বিজনেস হেড মনীশ সাংভি বলেন, চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিষেবা থেকে মানুষ যাতে বঞ্চিত না হন তার জন্যই পিয়ারলেস হাসপাতালের সঙ্গে এই সচেতনতা প্রচারের উদ্যোগ আমাদের। স্বাস্থ্য সচেতনায় আগামী বেশ কয়েক মাস ধরে চলবে পিয়ারলেস হাসপাতাল এবং Liqvid Asia-র এই প্রচার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement