Advertisement
Advertisement

Breaking News

Face ID

চাবি বাড়িতেই ভুলেছেন? এবার দরজা খুলে দেবে Face ID!

ব্যাপারটা কী?

Face ID may soon lock and unlock your house doors
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 23, 2024 5:45 pm
  • Updated:December 23, 2024 5:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গে চাবি না নিয়েই বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে। যখন ফিরবেন তখন বাড়ি থাকবে ফাঁকা। তাহলে ঢুকবেন কী করে? উপায় একমাত্র প্রতিবেশীরা। কিন্তু জানেন কি, এই সমস্যা এবার সমাধানের পথে। চাবি নিতে ভুললেও কোনও সমস্যা নেই। ভাবছেন তো ব্যাপারটা কী? এবার মুখ দেখালেই খুলে যাবে দরজা!

ব্যাপারটা ঠিক কী? অ্যাপেল সূত্রে খবর, যেভাবে ফোন আনলক করতে কাজ করে ফেস আইডি। একইভাবে দরজা খুলতেও পারবেন। প্রথমে ডোর বেলে ফেস আইডি রেজিস্টার করতে হবে। তারপরই কেল্লাফতে! চাবির দিন শেষ। ফেস আইডিই খুলে দেবে দরজা। জানা গিয়েছে, অ্যাপেল স্মার্টলক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ডোর বেল আনবে। স্বাভাবিকভাবেই নিরাপত্তার দিকেও নজর থাকবে সংস্থার। তবে শুধু ডোরবেলই নয়, প্রযুক্তি ব্যবহার করে আরও একাধিক গেজেট বাজারে আনার চিন্তা ভাবনা করছে সংস্থা। তার রয়েছে বিশেষ ধরনে আই প্যাডও।

Advertisement

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রয়োজন বা পরিস্থিতির চাপে প্রায় সকলেই টেক-স্যাভি হয়ে উঠেছেন। ব্যাংক থেকে বাজার, যাবতীয় কাজ এখন মোবাইলেই সেরে ফেলেন সকলে। সেখানে দাঁড়িয়ে যদি বাড়ি থেকে বেরনোর সময় চাবি সঙ্গে রাখার ঝক্কিও পোহাতে না হয়, তাতে সকলেই খুশি হবেন বলেই মনে করছে সংস্থা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement