Advertisement
Advertisement

Breaking News

Paschim Banga Pharmaceutical

পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ১৪ ওষুধ নিষিদ্ধ, মেদিনীপুর কাণ্ডের জের?

কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়?

WB Govt ban 14 medicines of Paschim Banga Pharmaceutical

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:January 14, 2025 8:46 pm
  • Updated:January 14, 2025 8:46 pm  

অভিরূপ দাস: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্য়ুর জের! পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ১৪টি ওষুধ নিষিদ্ধ করল স্বাস্থ্যদপ্তর। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করল সংশ্লিষ্ট দপ্তর। কোন কোন ওষুধ রয়েছে এই তালিকায়?

  • ডেস্কট্রোস ইঞ্জেকশন ১০% এমওএসএম/লিটার ৬৫০ মিলি হাইপারটনিক
  • লেভোফ্লক্সিসিন ইনফিউশন ৫ এমজি/মিলিগ্রাম ১০০ মিলি
  • মানিনটোল ইনফিউশন আইপি ২০%- ১০০ মিলি
  • অফ্লাক্সিন ইনফিউশন ২০০মিলিগ্রাম/১০০ মিলি
  • পেডিয়াট্রিক মেন্টেনেন্স ইলেকট্রোলাইট সলিউশন
  • প্যারাসিটামল ইনফিউশন ১০০০ এমজি/১০০ মিলি
  • সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯ শতাংশ
  • ডেস্কট্রোস সলিউশন আইপি ৫ শতাংশ
  • রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইপি ইঞ্জেকশন
  • রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন
  • সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন
  • সোডিয়াম ক্লোরাইড ০.৯ শতাংশ + ডেস্কট্রোস ৫ শতাংশ ইঞ্জেকশন আইপি
  • সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন ০.৪৫ শতাংশ সঙ্গে ডেস্কট্রোস ৫ শতাংশ পলিপ্রপেলিন বটল ইন এফএফএস টেকনোলজি
  • সোডিয়াম ক্লোরাইড ইঞ্জেকশন আইপি ০.৯ শতাংশ নর্মাল

এই ওষুধগুলি এতদিন সরকারি হাসপাতালে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সরবরাহ করত। জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে বিভিন্ন হাসপাতালে এই ওষুধ মজুত থাকলেও তা ব্যবহার করা যাবে না। বিভিন্ন ওয়ার্ড থেকে এখনই এই ওষুধ সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এবার থেকে তালিকার প্রথম সাতটি ওষুধ অন্য সংস্থা সরবরাহ করবে। স্বাস্থ্যদপ্তর নির্দেশ দিয়েছে, বাকি ৭টি ওষুধ বাইরে থেকে কিনতে হবে হাসপাতালগুলিকে। প্রয়োজনীয় অর্থ দেবে স্বাস্থ্যদপ্তর।

Advertisement

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement