Advertisement
Advertisement

Breaking News

Behala

‘জড়িত পরিচিত কেউ’, বেহালার স্কুলে চুরি-তাণ্ডবের ঘটনায় আশঙ্কা প্রধান শিক্ষিকার

পর্ণশ্রী থানায় অভিযোগ জানানো হয়েছে।

Theft by breaking the lock of a school in Behala

ভাঙা লকার

Published by: Subhankar Patra
  • Posted:March 16, 2025 2:30 pm
  • Updated:March 16, 2025 6:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতার স্কুলে চুরি! বেহালার বাণীতীর্থ হাইস্কুলে প্রধান শিক্ষিকার ঘর থেকে গায়েব ১০ হাজার টাকা। কলাপসিবল গেটের তালা কেটে দুষ্কৃতীরা আলিমারি ভেঙে টাকা চুরি করেছে বলে অভিযোগ প্রধান শিক্ষিকার। ঘটনায় পরিচিত কেউ যুক্ত রয়েছে বলে আশঙ্কা প্রধান শিক্ষিকার। পর্ণশ্রী থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে বিদ্যালয়ে ছুটি ছিল। এদিন সকালে কেয়ারটেকার বিদ্যালয়ে এসে দেখেন স্কুলের গেটের তালা ভাঙা। খবর দেন প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তীকে। তিনি এসে দেখেন, অ্যাকাউন্ট ও পাশে প্রধান শিক্ষিকার ঘরের কোলাপসিবল গেটের তালা কাটা। স্কুলে অ্যাকাউন্ট ও প্রধান শিক্ষিকার ঘর মিলিয়ে প্রায় সাতটি আলমারি রয়েছে। প্রত্যেকটি লন্ডভন্ড করা হয়েছে। তার মধ্যে প্রধান শিক্ষিকার ঘরে থাকা একটি আলমারি লকার ভেঙে প্রায় ১০ হাজার চুরি করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

প্রধান শিক্ষিকা শর্মিষ্ঠা চক্রবর্তী বলেন, “আমাদের গ্রুপ ডি স্টাফ গাছে জল দিতে এসে হাইস্কুলের গেটের তালাগুলি ভাঙা অবস্থায় দেখেন। স্টাফরুম অক্ষত রয়েছে, তবে অফিস রুম ও প্রধান শিক্ষিকার ঘরের তালা ভাঙা। পর্ণশ্রী থানায় অভিযোগ জানিয়েছি।” তিনি আরও বলেন, “স্কুল থেকে ১০ হাজার টাকা চুরি গিয়েছে। ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘটনায় পরিচিত কেউ যুক্ত বলে মনে হচ্ছে।” প্রধান শিক্ষিকার আশঙ্কা, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের স্কুলের ম্যাপ জানা। কোন ঘরে প্রয়োজনীয় জিনিস আছে দুষ্কৃতীরা সেটা জানে বলে তাঁর অনুমান। তাহলে কি শুধু টাকা নয়, দুষ্কৃতীদের অন্য কোনও উদ্দেশ ছিল উঠছে সেই প্রশ্ন।

ঘটনার পর থেকে স্কুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রীদের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub