Advertisement
Advertisement
Manicktala

মানিকতলার তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে! সাধন জায়ার নামেই সিলমোহর মমতার?

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে।

Supti Pandey likely to be TMC candidate from Manicktala
Published by: Paramita Paul
  • Posted:June 11, 2024 5:25 pm
  • Updated:June 11, 2024 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে। সূত্রের খবর, মঙ্গলবার নবান্নের বৈঠকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রীয়ের নামেই ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচনী এজেন্ট হচ্ছেন অনিন্দ্য রাউত এবং আহ্বায়ক হচ্ছেন কুণাল ঘোষ। তবে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কুণাল স্পষ্ট জানান, “আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী কিছু বার্তা দিয়েছেন। দল যথা সময় জানাবে। বিপুল ভোটে জিততে চলেছি।” 

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। কিন্তু তার আগেই গণনায় কারচুপি নিয়ে মামলা করেছিলেন ২০২১ সালে মানিকতলা কেন্দ্রে বিজেপির হয়ে লড়াই করা কল‌্যাণ চৌবে। সেই মামলার কারণেই সাধনবাবু প্রয়াত হলেও এতদিন উপনির্বাচন হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ১০ জুলাই উপনির্বাচন ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার প্রায় ২৮ মাস পর মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: গুলিবিদ্ধ অবস্থায় পালিয়েও শেষরক্ষা হল না, রানিগঞ্জের ডাকাতিতে গ্রেপ্তার আরও ১]

সেই প্রেক্ষাপটেই দলের নির্বাচনী প্রস্তুতি নিয়ে এদিন নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ‌্যমন্ত্রী। সেখানে গোটা পরিস্থিতি এবং প্রেক্ষাপট নিয়ে সকলের মতামত নেন। ডাকা হয়েছিল সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তিদেবীকে। ছিলেন কুণাল ঘোষ, স্বপন সমাদ্দার, অনিন্দ্য রাউতরা। বৈঠকে উপস্থিত সকল নেতাই তৃণমূল নেত্রীকে জানিয়ে দেন, দলনেত্রীর সিদ্ধান্ত মেনেই মানিকতলার ভোটে সকলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে দলের প্রার্থীকে জয়ী করবেন। 

[আরও পড়ুন: সুদখোর বিজেপি নেতা! উপনির্বাচন ঘোষণা হতেই পোস্টারে ছয়লাপ বাগদা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement