Advertisement
Advertisement

Breaking News

RG Kar Protest

আর জি কর কাণ্ডের বিচার চাই, এবার দুর্গাপুজোর অনুদান ফেরাল কলকাতার ক্লাব

কী জানাল ক্লাবটি?

RG Kar Protest: Mudiali club refuses government donation for Durga Puja
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 30, 2024 11:26 am
  • Updated:August 30, 2024 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর আবহে এবার অনুদান ফেরাল কলকাতার একটি ক্লাব। হুগলির চারটি ক্লাবের পর এবার গার্ডেনরিচের ‘মুদিয়ালি আমরা ক’জন’ ক্লাব লিখিত বিবৃতি দিয়ে জানাল সিদ্ধান্তের কথা। তাঁদের একমাত্র দাবি আর জি করের নির্যাতিতার সুবিচার।

আর জি কর ইস্যুতে উত্তাল বাংলা। প্রত্যেকে নিজের মতো করে প্রতিবাদ করছেন। ইতিমধ্যেই বাংলার কয়েকটি ক্লাব রাজ্যের তরফ থেকে দুর্গাপুজোয় যে অনুদান দেওয়া হয় তা ফেরত দেওয়ার কথা জানিয়েছেন। সেই তালিকায় নয়া সংযোজন ‘মুদিয়ালি আমরা ক’জন’। ক্লাবের তরফে শুক্রবার সকালে একটি লিখিত বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘দুর্গাপুজোর অনুদান হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা আমরা প্রতিবাদস্বরূপ গ্রহণ করছি না। কারণ, গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের উপর নির্যাতন ও ধর্ষণ করে খুনের প্রতিবাদে এই প্রত্যাখ্যানের সিদ্ধান্ত।” এর আগে হুগলির চারটি ক্লাব অনুদান ফেরানোর কথা জানায়। তাঁরা স্পষ্ট জানিয়েছিল, আগে বিচার। অনুদান ছাড়াও পুজো হবে। আগে নির্যাতিতার দোষীদের শাস্তি দিতে হবে।

Advertisement

[আরও পডুন: গলায় গেরুয়া, মারমুখী মেজাজ! নবান্ন অভিযানে অশান্তির অভিযোগে গ্রেপ্তার তরুণী]

প্রসঙ্গত, প্রতিবছর রাজ্য সরকারের তরফে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে আর্থিক সাহায্য করা হয়। প্রতিবছর ধাপে ধাপে বেড়েছে অনুদানের পরিমাণ। এবছর পুজোর জন্য ক্লাবগুলো পাবে ৮৫ হাজার টাকা। পরের বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে একলক্ষ টাকা করা হবে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ব্যর্থ পুনর্বাসনের চেষ্টা! আর জি করের ‘ভিলেন’ অরুণাভকে ঘরবন্দি করলেন মালদহ মেডিক্যালের জুনিয়ররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement