Advertisement
Advertisement

Breaking News

R G Kar Case

বুধে ফের ‘রাত দখল’, তরুণী চিকিৎসকের বাবা বললেন ‘পাশে আছি’

৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, 'বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।'

R G Kar Case: Protest Rally on 4 September

Call for outdoor closure of all hospitals in the state is from doctors associations

Published by: Paramita Paul
  • Posted:September 2, 2024 10:19 pm
  • Updated:September 2, 2024 11:15 pm  

অর্ণব দাস, বারাকপুর: ১৪ আগস্টের পর আবার ৪ সেপ্টেম্বর। ফের ‘রাত দখলে’র ডাক আমজনতার। ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগের রাতে ফের রাস্তায় নামছে মৃতা তরুণী চিকিৎসকের সহ নাগরিকরা। আন্দোলনকারীদের পাশে রয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। এমনই বার্তা দিয়েছেন মৃতার বাবা। সূত্রের দাবি, রাত দখল কর্মসূচিতে আর জি কর হাসপাতালে থাকতে পারেন তরুণী চিকিৎকের মা-ও।

স্বাধীনতা দিবসের আগের রাতে অভিনব আন্দোলন দেখেছিল গোটা রাজ্য। রাজনৈতিক ছত্রছায়ার বাইরে বেরিয়ে পথে নেমেছিল আমজনতা। ৪ সেপ্টেম্বর সেই কর্মসূচির পুনরাবৃত্তি হতে চলেছে। ৫ সেপ্টেম্বর মামলার শুনানির আগের রাতে নিজ নিজ এলাকায় রাত দখলের ডাক সোশাল মিডিয়ায়। ভাইরাল হয়েছে সেই পোস্ট। লেখা হয়েছে, ‘বিচারপতি তোমার বিচার করবে যারা রাত জাগছে সেই জনতা।’ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে বিচারব্যবস্থার দিকেও। প্রশ্ন এক, ‘২৬ দিন গেলেও ধর্ষণের বিচার নেই কেন?’ প্রশ্ন দুই, ‘কর্মক্ষেত্রে মর্যাদার প্রশ্ন আদালত কানে নেয় না কেন?’ প্রশ্ন তিন, ‘কেন্দ্রে আনা নতুন আইনে লিঙ্গ প্রশ্ন পিছনে কেন?’ ৪ সেপ্টেম্বর মিশন শুরু সন্ধে সাতটায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নিজ নিজ এলাকায় মানববন্ধন গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘প্রতিবাদ সবার অধিকার, চিকিৎসক-সুধীজনদের কুমন্তব্য নয়’, কড়া বার্তা অভিষেকের]

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন মৃত চিকিৎসকের পরিবারও। তাঁর মা জানিয়েছেন, “এভারেস্ট চূড়ায় উঠে জাস্টিস ফর আর জি কর বলছে। এত এত মানুষ রাস্তায় নেমেছে। এগুলো আমাদের কাছে বিশাল পাওনা। তাদের প্রত্যেকের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। অনুরোধ করবো যতদিন না বিচার পাই সকলে যেন পাশে থাকেন।” তাঁর বাবার বার্তা, “আন্দোলনকারীদের পাশে আছি।”

[আরও পড়ুন:  ১৫ দিন টানা জেরা, অবশেষে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার সন্দীপ ঘোষ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement