Advertisement
Advertisement
Manmohan Singh Death

Manmohan Singh Death News: ‘পাপাজি’ আর নেই, প্রিয় বড়দাকে হারিয়ে শোকে পাথর মনমোহনের কলকাতাবাসী বোন

দীর্ঘদিন ধরে কলকাতার বাসিন্দা প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন গোবিন্দ।

Manmohan Singh Death News: Sister of Former PM residing in Kolkata deeply saddened
Published by: Anwesha Adhikary
  • Posted:December 27, 2024 12:36 pm
  • Updated:December 27, 2024 2:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভালোবেসে ‘পাপাজি’ বলে ডাকতেন। সেই প্রিয় বড়দা আর নেই, মানতেই পারছেন না টালিগিঞ্জের গোবিন্দ কউর। মনমোহন সিংয়ের প্রয়াণে (Manmohan Singh Death) ভেঙে পড়েছেন কলকাতাবাসী গোবিন্দ, সম্পর্কে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর বোন। কান্নাভেজা চোখে তাঁর একটাই ইচ্ছা, শেষবারের জন্য চোখের দেখা দেখবেন প্রিয় ‘পাপাজি’কে।

দীর্ঘদিন ধরে কলকাতার বাসিন্দা গোবিন্দ। বোন প্রীতম কউর এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে থাকেন তিনি। তবে মনমোহনের সঙ্গে গত বছরও দেখা হয়েছিল দুই বোনের। একটি অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে বসে চা খেয়েছিলেন। সেটাই শেষ দেখা। তারপরে অসুস্থতার কারণেই আর একসঙ্গে বসে গল্প করতে পারেননি ভাই-বোন। আপাতত শেষযাত্রায় শামিল হতে দিল্লি পাড়ি দিচ্ছে গোবিন্দের পরিবার। কিন্তু অসুস্থতার কারণে এতখানি সফর করতে পারবেন না গোবিন্দ।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন গোবিন্দের পুত্রবধূ কুলজিৎ কউর। তিনি বলেন, “এখনও বিশ্বাস হচ্ছে না উনি আর নেই। গতকাল রাতে খবর পেলেও শাশুড়িমাকে জানাইনি। আজ সকালে বলার পর থেকে উনি একটাই কথা বলছেন, দাদাকে একটিবার দেখতে চান।” কুলজিত জানান, ভাইবোনদের মধ্যে সবচেয়ে বড় ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বড়দাকে সম্মান করে সকলেই ‘পাপাজি’ বলে ডাকতেন। খুব কম কথা বললেও বেশ আবেগপ্রবণ ছিলেন মনমোহন সিং। পরিবারের সকলের খোঁজখবর রাখতেন।

প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কুলজিৎ বলেন, “কলকাতায় আমাদের ফ্ল্যাটে এসেছিলেন। আমরাও রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। এতদিন ধরে ওঁকে চিনি, কিন্তু কোনওদিন বুঝতেই দেননি উনি এত বড় পদে ছিলেন। গত বছর ফেব্রুয়ারি মাসে অসুস্থতা সত্ত্বেও পরিবারের সকলের সঙ্গে বসে চা খেয়েছিলেন।” সেই প্রিয় মনমোহন সিং আজ নেই। গোটা দেশের সঙ্গে শোকে মুহ্যমান টালিগঞ্জের কউর পরিবারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement