Advertisement
Advertisement

Breaking News

Kolkata

খাস কলকাতায় ফের যৌন নির্যাতন! এবার বাড়িওয়ালার লালসার শিকার ১২ বছরের নাবালক

অভিযুক্তকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

Man allegedly physically harassed 12 yrs old boy in Kolkata

ছবি: সংগৃহীত

Published by: Paramita Paul
  • Posted:August 21, 2024 10:46 am
  • Updated:August 21, 2024 11:01 am  

নিরুফা খাতুন: খাস কলকাতায় ফের যৌন নির্যাতন! এবার বাড়িওয়ালার লালসার শিকার ১২ বছরের এক নাবালক। কুকীর্তি ঢাকতে বালকের পরিবারকে রীতিমতো হুমকি দিতে শুরু করেন অভিযুক্ত। ভাড়াটিয়া পরিবারটিকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। শেষপর্যন্ত পড়শিরা জানতে পেরে পুলিশকে খবর দেয়। অভিযুক্তকে আটক করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

রিজেন্ট পার্ক থানার অন্তর্গত পূর্ব পুটিয়ারি এলাকার ঠাকুরপাড়ায় মায়ের সঙ্গে ভাড়ায থাকে বছর ১২ বছরের নাবালক। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র। গত এক বছর ধরে দিলীপ মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকত তারা। নাবালকের মা পরিচারিকার কাজ করেন। অভিযোগ, গত ১০ আগস্ট শিশুটিকে যৌন নির্যাতন করেন বাড়িওয়ালা দিলীপ মণ্ডল। পরে নাবালক তার মাকে অভিযোগ করায়, বাড়িওয়ালা নাবালকের মাকে নানারকম হুমকি এবং শাসানি দেয়। এমনকি, তাদের বাড়ি ছেড়ে চলে যেতেও বাধ্য করে।

Advertisement

[আরও পড়ুন: তরুণী ডাক্তারের খুনের পরই উধাও আর জি করের PGT যুগল, দানা বাঁধছে রহস্য]

মঙ্গলবার সন্ধের পর মা যখন ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন প্রতিবেশীরা তাঁকে জিজ্ঞেস করতে শুরু করে। শেষপর্যন্ত ওই নাবালকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা প্রতিবেশীদের জানান। এর পর প্রতিবেশীরা একজোট হয়ে রিজেন্ট পার্ক থানায় খবর দেয়। রিজেন্ট পার্ক থানার পুলিশ অভিযুক্ত দিলীপ মণ্ডলকে আটক করেছে।

[আরও পড়ুন: বিহারে ‘জঙ্গলরাজ’! বাড়ি পর্যন্ত ধাওয়া করে RJD নেতাকে গুলি করে খুন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement