Advertisement
Advertisement

Breaking News

Salt lake

জন্মদিনে ফোন করে ডেকে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন! মহিষবাথানে কাঠগড়ায় বন্ধুরা

ধৃত এক।

Man allegedly murdered in Salt lake
Published by: Paramita Paul
  • Posted:January 2, 2025 2:16 pm
  • Updated:January 2, 2025 4:25 pm  

দিশা আলম, সল্টলেক: বর্ষবরণের রাতে ফোন করে ডেকে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ। অভিযুক্ত যুবকের বন্ধুরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সল্টলেক মহিষবাথান উদয়ন পল্লি এলাকায়। ইতিমধ্যে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা একজনকে গ্রেপ্তার করেছে।

মৃত যুবকের নাম সুব্রত মাঝি। বয়স ২৬ বছর। ডেলিভারি বয় হিসাবে কাজ করতেন তিনি। খুনের ঘটনায় ইতিমধ্যে বিধাননগর পুলিশ সবুজ মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে। পয়লা জানুয়ারি জন্মদিন ছিল সুব্রতর। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গতকালই দুপুরে মৃত্যু হয় ওই যুবকের।

Advertisement

৩১ ডিসেম্বর রাত সাড়ে ১০টা নাগাদ সুব্রতকে ফোন করে ডাকে সোনা নামে এক যুবক। বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে বলে। ঘন্টা খানেক হয়ে যাওয়ার পরও ফিরে না এলে তাঁকে একাধিকবার ফোন করেন মা। কিন্তু ফোনে পাওয়া যায়নি। খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এরপর পরিবার জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু সুব্রতকে পাড়ার এক ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। এরপর ডাক্তার তাঁকে হাসপাতালে নিয়ে যেতে বলে। তখন সুব্রতকে বাড়িতে নিয়ে আসা হয়, তখনই তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এরপর পরিবারের লোকেরা বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সুব্রতকে। অবস্থার অবনতি হলে আর জি কর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এই মৃত্যুর পর থেকেই মৃত্যুঞ্জয় নামে ওই যুবক পলাতক। বাড়ির কাছেই একটি ক্লাবের মাঠে ওই যুবক পড়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে। তবে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কী কারণে মারধর করা হয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। বেশ কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement