প্রতীকী ছবি।
অর্ণব আইচ ও নিরুফা খাতুন: বন্ধুর বউকে নিয়ে কুকথা! ‘বদলা’ নিতে বন্ধুকেই চপার দিয়ে কুপিয়ে খুন করল যুবক। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চেতলার(Chetla) সিআইটি আবাসনে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চেতলা থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে চেতলার আবাসনে মদ্যপান করতে বসেছিলেন দুই বন্ধু। চন্দন মণ্ডল ওরফে ভুট্টো এবং রূপচাঁদ পাইক। ভুট্টোর ফ্ল্যাটেই ঘটনাটি ঘটে। প্রায় একবছর আগে ভুট্টোর স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। অভিযোগ, মদ্যপানের আসরেই বন্ধুর স্ত্রীকে নিয়ে কুকথা বলেন রূপচাঁদ। গালিগালাজ করছিলেন। বিষয়টি মানতে পারেননি ভুট্টো। সঙ্গে সঙ্গে ধারালো চপার দিয়ে রূপচাঁদের মাথায় আঘাত করেন। সেখানেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় রূপচাঁদের ভাই চেতলা থানায় অভিযোগ দায়ের করেন। বাড়ির সামনে থেকেই ভুট্টোকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ। আজই আদালতে তোলা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.