Advertisement
Advertisement
Kolkata Metro

চাঁদনি চকে মেট্রোর সামনে ঝাঁপ, ভোগান্তির শিকার যাত্রীরা

অফিস টাইমে গন্তব্যে পৌঁছতে নাকাল যাতায়াতকারীরা।

Kolkata Metro services disrupted due to attempt to suicide

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:January 6, 2025 12:33 pm
  • Updated:January 6, 2025 1:17 pm  

মণিশংকর চৌধুরী: ফের মেট্রোর সামনে ঝাঁপ। সোমবার বেলা ১২টা ১২ মিনিট নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দেন। জানা গিয়েছে, এক ব্যক্তি এদিন মেট্রোর সামনে ঝাঁপ দেন। যিনি ঝাঁপ দিয়েছেন, তাঁকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তবে এই ঘটনার জেরে ব্যাহত মেট্রো চলাচল। ভোগান্তির শিকার যাত্রীরা। 

যিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, তাঁর নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে এই ঘটনার জেরে মেট্রো পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। আপাতত ময়দান থেকে নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। তবে আপ এবং ডাউন দুদিক থেকেই মেট্রো দেরিতে ছাড়ছে। যার ফলে একে তো অতিরিক্ত ভিড়, দ্বিতীয়ত মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় নাকাল যাতায়াতকারীরা।

Advertisement
Metro
চাঁদনি চক মেট্রো স্টেশনে যাত্রীদের ভিড়

বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন অনেকেই। তবে সেন্ট্রাল অ্যাভিনিউ অতিরিক্ত যানজট হওয়ায় চাঁদনি চক এবং সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে বেরনো যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

Central-Avenue
সেন্ট্রাল অ্যাভিনিউতে তীব্র যানজট। ছবি: সুপর্ণা মজুমদার

অল্প সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য মেট্রোই শহরবাসীর একমাত্র ভরসা। যাতে আরও বেশি সংখ্যক মানুষ সুবিধা পান, তাই আপ লাইনে দমদমের পরিবর্তে অন্তিম স্টেশন দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা প্রবণতা বাড়ছে বলেই দাবি আধিকারিকদের। এমন অঘটন ঘটলে, পরিষেবা ব্যাহত হয়। ভোগান্তির শিকার হন যাত্রীরা। তা রুখতে অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কালীঘাট মেট্রো স্টেশনে ইতিমধ্যে গার্ডরেল বসানো হয়েছে। যদিও সে গার্ডরেল আদৌ আত্মহত্যা রুখতে পারবে কিনা, তা নিয়ে দ্বিধাবিভক্ত যাত্রীরা। অনেকেরই মত, মেট্রোয় আত্মহত্যা রুখতে অবিলম্বে গ্লাসডোর করে দেওয়া প্রয়োজন। যদিও এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement