Advertisement
Advertisement
Kolkata Metro

ভিড় মেট্রোয় তরুণীর শ্লীলতাহানির চেষ্টা! যুবককে পেটালেন যাত্রীরা 

মেট্রোর ব্যবধান বাড়ায় ভিড় বাড়ছে স্টেশনগুলিতে। সেই সুযোগে ভদ্রতার মুখোশ পরা নিম্ন মানসিকতার ওই যুবক শ্লীলতাহানির চেষ্টা করেছেন বলে অভিযোগ।

Kolkata Metro: Man allegedly harassed woman in Metro
Published by: Subhankar Patra
  • Posted:January 10, 2025 12:52 pm
  • Updated:January 10, 2025 3:36 pm  

শুভঙ্কর পাত্র: ভরা মেট্রো। অফিস যাত্রীদের ভিড়। একে অপরের গায়ে নিশ্বাস ফেলছেন। তিল ধারণের জায়গা নেই। হঠাৎ মহিলার চিৎকার, “কী করছেন আপনি? এখনই পুলিশে ধরিয়ে দেব। ভিড়ের সুযোগ নিচ্ছেন?” যুবকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে রেক। কয়েকটি চড়, থাপ্পড়ও খেলেন যুবক।

দমদম থেকে কবি সুভাষ যাওয়ার পথে শ্যামবাজার ও শোভাবাজার সুতানুটির মাঝের ঘটনা। মহিলার অভিযোগ, ওই যুবক ভিড়ের সুযোগ নিয়ে আপত্তিজনকভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন। প্রায় প্রত্যেকে প্রতিবাদ করতে মেট্রো (Kolkata Metro) থেকে নামিয়ে দেওয়া হয় তাঁকে। নিজের স্বপক্ষে সঠিক যুক্তিও দিতে পারেননি যুবক। আমতা আমতা করে তিনি বলেন, “হাত আমার ব্যাগের উপর রেখেছিলাম। আপানার গায়ে হাত দিতে চাইনি।” ঘটনায় কোনও থানায় অভিযোগ দায়ের হয়েছে কি না জানা যায়নি।

Advertisement

ঘোষণা অনুযায়ী, সব মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ছুটছে। তবে দুটি ট্রেনের মাঝে ব্যবধান বেড়েছে। সকালের দিকে সর্বোচ্চ ১৪ মিনিটের ব্যবধানে মেট্রো চলছে। পরে বেলার দিকে ৭ মিনিটের ব্যবধান রয়েছে। তবে যাত্রী একাংশের অভিযোগ, দিনভর সাত মিনিট অন্তর মেট্রো চলার কথা বলা হলেও আদৌও তেমনটা হচ্ছে না। সেই ব‌্যবধান নানা সময়ে নানা রকম থাকছে। ফলে বাড়ছে ভিড়। সেই সুযোগ নিয়ে ভদ্রতার মুখোশ পরা নিম্ন মানসিকতার ওই যুবক শ্লীলতাহানির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠছে। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন যাত্রীরা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement