Advertisement
Advertisement

Breaking News

Kalipuja 2024

বাড়িতে কালীপুজো, প্রতিমাসজ্জা থেকে ভোগের আয়োজন, তদারকিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী

এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে পূজিত হচ্ছেন হলুদ-লাল শাড়ি পরিহিতা 'দিগম্বরী'। সোশাল মিডিয়ায় নিজেই তা পোস্ট করেছেন তিনি।

Kalipuja 2024: CM Mamata Banerjee is busy for preparing for the puja own house
Published by: Sucheta Sengupta
  • Posted:October 31, 2024 6:12 pm
  • Updated:October 31, 2024 6:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবে মাতোয়ারা গোটা দেশ। বাংলার বিভিন্ন সতীপীঠের পাশাপাশি বাড়ি এবং বারোয়ারি শ্যামা আরাধনারও বিপুল আয়োজন। এই দিন সকলের বিশেষ নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। কারণ, এখানে প্রতি বছর কালীপুজোর নেতৃত্বে থাকেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বাড়ির ভিতরে ছোট্ট মণ্ডপ, প্রতিমার সাজসজ্জা থেকে শুরু করে অতিথি আপ্যায়ণ, ভোগ রান্না – সমস্ত কাজের দায়িত্বে থাকেন তিনি নিজেই। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না।

কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কালী প্রতিমা। ছবি: সোশাল মিডিয়া।

বৃহস্পতিবার সকালে নিজের বাড়ির প্রতিমার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলুদ-লাল শাড়ি, সোনার গয়না, ঈষৎ নীলচে বর্ণ প্রতিমাকে ‘দিগম্বরী’ রূপে বর্ণনা করেছেন তিনি। বঙ্গবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। আর সন্ধে নাগাদ দেখা গেল কালীঘাটের বাড়িতে কালী আরাধনার ছবি। বাড়ির সামনে লেখা – শুভ দীপাবলি। সেখানে মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা একটি ছবিও দেখা গেল।

Advertisement
দীপাবলির শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর বাসভবনে। ছবি: সোশাল মিডিয়া।

পরনে সরু বেগুনি পাড়ের সাদা শাড়ি, কাঁধে সাদা উত্তরীয়। এমন সাদামাটা গৃহকর্ত্রীর সাজেই কালীপুজোয় দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আজও সেই রূপ তাঁর। কিছুক্ষণ পুজোর সাজসজ্জার কাজ দেখলেন মমতা। তার পর চলে গেলেন অন্যদিকে। ততক্ষণে কালীঘাটের বাড়িতে এসে পৌঁছেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে কিছুক্ষণ কথা বললেন মুখ্যমন্ত্রী। তার পর থালায় প্রদীপ সাজিয়ে তিনি গেলেন অন্দরমহলে। তিথি মেনে আজ রাতেই তাঁর বাড়িতে কালীপুজো। সন্ধের পর থেকে শুরু হয়ে যাবে ভোগ রান্নার আয়োজন। তাতেও হাত লাগাবেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে বাড়িতে অতিথি-অভ্যাগতদেরও আপ্যায়ণের দায়িত্ব সামলাবেন তিনি নিজে। দিন থেকে রাত, আজকের দিনটা তাঁর ব্যস্ততাতেই কাটছে।

প্রস্তুতিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী। ছবি: সোশাল মিডিয়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement