Advertisement
Advertisement

Breaking News

C V Ananda Bose

ভোটের ফলপ্রকাশের পর অশান্তির আশঙ্কা! হিংসা রুখতে কী বার্তা রাজ্যপালের?

কোথাও হিংসার ঘটনা ঘটলে পিসরুমে জানানোর পরামর্শ রাজ্যপালের।

Here is what C V Ananda Bose says on Result day

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:June 3, 2024 6:26 pm
  • Updated:June 3, 2024 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। ফলাফল প্রকাশের পরও রাজ্যে হিংসার আশঙ্কা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। আগেভাগে সকলকে সতর্ক করলেন তিনি। সোমবার সন্ধেয় সকলকে ভোটের ফলাফল মেনে নেওয়ার বার্তা দিলেন তিনি। সমাজবিরোধী ও গ্যাংস্টারেরা ফলাফলের সুযোগ নিতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যপাল। কোথাও হিংসার ঘটনা ঘটলে পিসরুমে জানানোর পরামর্শ দিলেন।

মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে লোকসভা নির্বাচন। ‘রক্তপাতহীন’ ভোটে খুশি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ভোটে অশান্তি বিশেষ না হলেও নির্বাচন মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। এরই মাঝে আগামিকাল ভোটগণনা। ফলাফল স্পষ্ট হতেই রাজ্যে হিংসার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। সোমবার সন্ধেয় রাজভবন থেকে আমজনতাকে শান্তির বার্তা দিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: লোকসভার তুলনায় ভোটদানের হার অনেক কম বিধানসভা উপনির্বাচনে! কারণ ঘিরে ধোঁয়াশা]

সমস্ত রাজনৈতিক দলের নেতা-কর্মী থেকে আমজনতাকে এদিন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শান্ত থাকার পরামর্শ দিলেন। বললেন, যা ফল হবে তা সকলে মেনে নেবেন। রাজ্যপালের কথায়, “ফলাফল স্পষ্ট হওয়ার পর সমাজবিরোধী-গ্যাংস্টাররা সুযোগ নিতে পারে। সকলে সতর্ক থাকবেন। যা ফল হবে তা মেনে নেবেন।” এর পরই হিংসার ঘটনা ঘটলে পিসরুমে অভিযোগ জানানোর কথাও বলেন। প্রসঙ্গত, প্রথম দু দফার ভোটে পিসরুম থেকে রাজ্যের পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছিলেন রাজ্যপাল। পরবর্তীতে শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ হন সি ভি আনন্দ বোস। পাড়ি দেন কেরলে। ভোটগণনার দিন ফের পিসরুম থেকে নজরদারি চালাবেন তিনি।

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ‘হেনস্তা’র ঘটনায় রবিনার পাশে কঙ্গনা, বড় খবর জানাল পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement