Advertisement
Advertisement

Breaking News

Chitpur

খাস কলকাতায় ৯ বছরের শিশুর রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য।

Hanging body of a minor boy found in Chitpur

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:May 23, 2024 8:56 pm
  • Updated:May 23, 2024 8:56 pm  

নিরুফা খাতুন: ঘর থেকে ৯ বছরের শিশুর ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য খাস কলকাতার চিৎপুরে। মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য।

চিৎপুর থানা এলাকায় ঘোষবাগান লেনের বাসিন্দা ওই শিশু। জানা গিয়েছে, মৃত শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। বাবা পেশায় গাড়ি চালক। মা আয়ার কাজ করেন। দাদা রয়েছে, বয়স ১৩ বছর। অন‌্যদিনের মতো বৃহস্পতিবার সকালে মা-বাবা কাজে বেড়িয়ে যান। দাদাও ঘরে ছিল না। দুপুর ৩ টে ১৫ মিনিট নাগাদ দাদা ঘরে ফেরে। তখনই চোখে পড়ে ভয়ংকর দৃশ্য।

Advertisement

[আরও পড়ুন: সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে দেশছাড়া নাতি, কড়া শাস্তির হুঁশিয়ারি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া]

দেখে, বাঁশের সিলিংয়ে কাপড় জড়িয়ে ভাই ঝুলছে। তড়িঘড়ি স্থানীয় থানা ও প্রতিবেশীদের খবর দেওয়া হয়। এর পরই শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় কেউ বাড়িতে ছিলেন না। বাড়িতে কেউ যে বকাবকি করেছিলেন এমনও কিছু জানা যায়নি। কী কারণে এরকম কাণ্ড, তা স্পষ্ট নয়।

[আরও পড়ুন: কারও গোপনাঙ্গে কামড়, কারও ছিঁড়ে নিয়েছে কান! শিয়ালের তাণ্ডবে আতঙ্ক নদিয়ায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement