Advertisement
Advertisement
RG Kar principal

তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর কাদের সঙ্গে কথা? সিবিআইয়ের নজরে সন্দীপের ফোন

আরজি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে সন্দীপ।

CBI to check call list of former RG Kar principal
Published by: Paramita Paul
  • Posted:August 18, 2024 2:03 pm
  • Updated:August 18, 2024 2:03 pm  

অর্ণব আইচ: তিনদিন ধরে আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এবার তদন্তকারীদের নজরে তাঁর কল ডিটেলস, মেসেজ এবং হোয়াটসঅ্যাপে। রবিবার তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পরই তাঁর মোবাইল ফরেন্সিকে পাঠানো হয়। সূত্রের দাবি, নির্যাতিতা তরুণীর দেহ উদ্ধারের আগে ও পরে কার-কার সঙ্গে যোগাযোগ করেছেন সন্দীপ, তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই।

আরজি করে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় শুরু থেকেই সিবিআইয়ের নজরে সন্দীপ। তদন্তভার হাতে নেওয়ার পর মাঝ রাস্তা থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। আপাতত পর পর দুদিন সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন সন্দীপ। রবিবার ফের তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। 

Advertisement

[আরও পড়ুন: ২ ঘণ্টা অন্তর দিতে হবে রিপোর্ট, আর জি কর বিক্ষোভ নিয়ে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের]

নৃশংস হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স ভেঙে দেওয়া হয়। এই বিষয়ে তিনি কী কী জানেন তা জানতে চাওয়া হয় সন্দীপের কাছে। এছাড়াও অপরাধের ঘটনা ঘটার পর কার কার সঙ্গে তিনি বৈঠক করেছেন সে সম্পর্কেও সিবিআইয়ের প্রশ্নের মুখে পড়তে হয় প্রাক্তন অধ্যক্ষকে। এবার তাঁর মোবাইলে নজর তদন্তকারীদের। সেখান থেকে কী কী তথ্য উঠে আসে সেদিকে তাকিয়ে তদন্তকারীরা। 

[আরও পড়ুন: শিক্ষকের লালসার শিকার! চিকিৎসা চলাকালীন যোগীরাজ্যে মৃত ধর্ষিতা কিশোরী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement