Advertisement
Advertisement
CBI

‘CBI ভণ্ড’, তদন্তের গতি নিয়ে ক্ষুব্ধ নিহত বিজেপি কর্মী অভিজিতের দাদা

সিবিআই তদন্তের উপর আস্থা হারিয়েছে 'অভয়া'র পরিবারও।

Brother of BJP worker slams CBI as fraud

নিহত বিজেপি কর্মী অভিজিতের দাদা। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:December 24, 2024 5:17 pm
  • Updated:December 24, 2024 5:17 pm  

বিধান নস্কর, বিধাননগর: সিবিআই তদন্তের উপর আস্থা হারিয়েছে ‘অভয়া’র পরিবার। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। মঙ্গলবার তদন্তকারী সংস্থাকে ‘ভণ্ড’ বলে কটাক্ষ করলেন তিনি।

ভোট পরবর্তী হিংসায় বেলেঘাটায় মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী অভিজিৎ সরকারের। একুশ সালের সেই হত্যাকাণ্ডের তদন্ত করছে সিবিআই। কিন্তু এখনও অধরা দোষীরা। ভাইয়ের রহস্যমৃত্যুর তদন্ত কত দূর এগোল, তা জানতে মাঝেমধ্যেই সিবিআই দপ্তরে আসেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার। বলে রাখা দরকার, তৃণমূল বিধায়ক পরেশ পাল,কাউন্সিলর স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ তাঁর। এই দুজনের নামে সিবিআইয়ের কাছে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়েছেন বিশ্বজিৎ। তারপর তদন্ত কতটা এগোল, জানতে এদিনও সিবিআই দপ্তরে এসেছিলেন বিশ্বজিৎ।

Advertisement

সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় হাতে ‘ভণ্ড’ লেখা কাগজ ছিল বিশ্বজিতের হাতে। তাঁর সরাসরি দাবি, সিবিআই ভণ্ড। সিবিআই অধিকারিকদের সাথে কথা বলার পর তাঁর গলায় এদিন ছিল অসন্তোষের সুর।

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের ঠিক পরেরদিনই খুন হন কাঁকুড়গাছির বিজেপি কর্মী  অভিজিৎ সরকার। বছর ত্রিশের বিজেপি কর্মী খুনের ঘটনায় মোট আটজনের নামে এফআইআর করা হয়। তার মধ্যে আগেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আরও ২ জনকে গ্রেপ্তার করে নারকেলডাঙা থানার পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement