Advertisement
Advertisement
BJP

ভোটের বাংলায় ‘অতিসক্রিয়’ পুলিশ, নালিশ জানাতে হাই কোর্টে বিজেপি প্রার্থীরা

বিচারপতি অমৃতা সিনহার গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি।

BJP candidates appeal at Calcutta HC on over activeness of WB Police in polls
Published by: Sayani Sen
  • Posted:June 3, 2024 11:52 am
  • Updated:June 3, 2024 12:03 pm  

গোবিন্দ রায়: রাত পোহালেই ভোটের ফল ঘোষণা। তার ঠিক আগের দিনই কলকাতা হাই কোর্টে বিজেপি প্রার্থীরা। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মামলাকারীরা।

এবার বাংলার ভোটে তেমন বড় কোনও অশান্তি হয়। পাওয়া যায়নি প্রাণহানির খবরও। অশান্তি সামাল দিয়ে ভোটগ্রহণের ক্ষেত্রে মোটের উপর সফল নির্বাচন কমিশন। তবে  বিজেপি প্রার্থীদের একাংশের অভিযোগ, বহুক্ষেত্রেই ভোটগ্রহণ কেন্দ্রে বিরোধী শিবিরের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: সমস্ত এক্সিট পোলের উলটো আভাস, AI-এর সমীক্ষায় ব্যাকফুটে বিজেপি!]

এছাড়া স্রেফ হেনস্তা করতে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে পুলিশ ভুয়ো মামলা করছে বলেও অভিযোগ। এই প্রসঙ্গে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর কথাও তুলেছেন মামলাকারীরা। কারণ, ষষ্ঠ দফার নির্বাচন চলাকালীন গড়বেতার মংলাপাতা এলাকায় আক্রান্ত হন তিনি। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। এছাড়া প্রার্থীর নিরাপত্তায় থাকা জওয়ানও আক্রান্ত হন। এই ঘটনার পরেও প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রর বিরুদ্ধেও ভুয়ো মামলা দায়ের হয়েছে বলেও অভিযোগ।

একের পর এক ঘটনার কথা উল্লেখ করে রাজ্য পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থীরা। ইচ্ছাকৃতভাবে পদ্মশিবিরের প্রার্থীদের বিপাকে ফেলার চেষ্টা চলছে বলেই দাবি মামলাকারীদের। তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ একাধিক বিজেপি প্রার্থী। সোমবার দুপুর ১ টায় বিচারপতি অমৃতা সিনহার গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানি।

[আরও পড়ুন: খাস কলকাতায় ২ তরুণীর ‘শ্লীলতাহানি’, হাতেনাতে পাকড়াও CRPF জওয়ান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement