Advertisement
Advertisement

Breaking News

Amit Shah

কলকাতা এসেও দেখা করেননি, এবার অভয়ার বাবাকে ফোন শাহের

কী কথা হল?

Amit Shah Calls Father of Deceased Doctor for Meeting, Says Grieving Parent
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 7, 2024 3:49 pm
  • Updated:November 7, 2024 6:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভয়ার বাবাকে ফোন করলেন খোদ অমিত শাহ (Amit Shah)। দেখা করার কথা বলেছেন তিনি, এমনটাই খবর। আগে দেখা করার আর্জিতে সাড়া না মিললেও শাহের ফোন পেয়ে কিছুটা স্বস্তিতে অভয়ার বাবা-মা।

সূত্রের খবর, বুধবার অভয়ার বাবাকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর জি কর ইস্যুতে কিছুক্ষণ কথা হয়েছে তাঁদের। অভয়ার বাবা জানিয়েছেন, শাহ তাঁকে দেখা করার কথা বলেছেন। তবে কবে, কোথায় তা এখনও ঠিক হয়নি। কিন্তু বৈঠক হবে, তা জানিয়েছেন মৃতার বাবা। 

Advertisement

প্রসঙ্গত, আর জি কর কাণ্ডে উত্তাল বাংলা। অভয়ার সুবিচার-সহ একাধিক দাবিতে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এসবের মাঝেই কিছুদিন আগে নিজেদের অসহায় পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হন অভয়ার বাবা-মা। মৃতার বাবা অমিত শাহকে মেল করেছিলেন। মেয়ের মৃত্যুর পরবর্তীতে তাঁদের যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা তুলে ধরেছিলেন। দেখা করতে চেয়ে অমিত শাহের সময় চান তিনি। তার পরবর্তীতে অমিত শাহ কলকাতা এসেছিলেন। মনে করা হচ্ছিল, ওইদিনই অভয়ার বাবা-মায়ের সঙ্গে তিনি দেখা করবেন। কিন্তু তা হয়নি। দেখা না করেই দিল্লি ফিরে গিয়েছিলেন তিনি। তা নিয়ে বিতর্কও হয়েছিল। এবার নিজেই অভয়ার বাবাকে ফোন করলেন অমিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement