Advertisement
Advertisement
Civic Volunteer

মদের নেশায় টলতে টলতে প্রতিবেশীর বেডরুমে! ‘শ্লীলতাহানি’তে কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার

হুলুস্থুল কাণ্ড খাস কলকাতার এন্টালিতে।

Allegation of molestation, a Civic Volunteer arrested
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 10, 2024 6:12 pm
  • Updated:November 10, 2024 6:12 pm  

অর্ণব আইচ: মদ্যপানই কাল! নেশার ঘোরে অন্যের বাড়িতে ঢুকে পড়লেন সিভিক ভলান্টিয়ার। সেই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল কাণ্ড খাস কলকাতার এন্টালিতে। শ্লীলতাহানির দায়ে সিভিকের ঠাঁই হল লকআপে। নেশার ঘোরেই এই কাণ্ড নাকি লুকিয়ে অন্য রহস্য, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম সন্তোষলাল প্রসাদ। শম্ভুবাগান লেনের বাসিন্দা তিনি। শনিবার রাতে আকুন্ঠ মদ্যপান করেন সন্তোষ। তাতেই বাধে গোল। ফিরতে চেয়েছিলেন বাড়িতে। কিন্তু নেশার ঘোরে টলতে টলতে ঢুকে পড়েন প্রতিবেশীর বেডরুমে। ওই বাড়ির এক মহিলা তখন ঘুমোচ্ছিলেন। আচমকা শব্দ পেয়ে চোখ খুলেই দেখেন সামনে দাঁড়িয়ে সন্তোষ। তাতে স্বাভাবিকভাবেই বাধে গোল। আতঙ্কিত হয়ে পড়েন মহিলা। আর্তনাদ শুরু করে দেন। এদিকে কী করবেন বুঝে উঠতে পারেননি মদ্যপ সন্তোষ। তিনি একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে যান।

Advertisement

কিছু বুঝে ওঠার আগেই খবর যায় এন্টালি থানায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা সিভিক ভলান্টিয়ারকে। কিন্তু আদৌ কি অসৎ উদ্দেশ্যে প্রতিবেশীর বাড়িতে ঢুকেছিলেন সন্তোষ? নাকি স্রেফ নেশার ঘোরে নিজের বাড়ি চিনতে না পেরে লকআপে ঢুকতে হল তাঁকে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement