Advertisement
Advertisement

Breaking News

Ruby General Hospital

বিশ্রী নিউমোনিয়ায় আক্রান্ত সাড়ে চার মাসের শিশু! সুস্থ করল রুবি জেনারেল হাসপাতাল

দ্রুত শারীরিক অবস্থার অবনতি হতে থাকা শিশুটির সুস্থতা হাসি ফুটিয়েছে পরিবারের মুখে।

A seriously ill child was successfully treated for pneumonia at Ruby General Hospital
Published by: Biswadip Dey
  • Posted:November 14, 2024 10:36 pm
  • Updated:November 14, 2024 10:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাড়ে চার মাসের ছোট্ট এক শিশু। তিন-চারদিনের জ্বর ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিল স্থানীয় হাসপাতালে। কিন্তু তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বাড়ির লোকের মানসিক অবস্থা ছিল ভয়াবহ। এই পরিস্থিতিতে তাকে ভর্তি করা হয় রুবি জেনারেল হাসপাতালে। ততক্ষণে শিশুটির সুস্থতা নিয়ে আশঙ্কা প্রবল হতে শুরু করেছে। পরীক্ষা করে দেখা যায়, খুব বিশ্রী এক নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে সে। কিন্তু শেষপর্যন্ত ইএম বাইপাসে অবস্থিত এই মাল্টি স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় হাসি ফুটল শিশুটির পরিবারের মুখে। সুস্থ হয়ে বাড়ি ফিরল সে।

এপ্রসঙ্গে বলতে গিয়ে শিশুটির পরিবারের তরফে তার বাবা বলছেন, ”আমার শিশুপুত্রের বয়স ৪ মাস ১৩ দিন। ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল। এলাকার হাসপাতালে ভর্তি করেছিলাম। কিন্তু সেখানে ওর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এর পরই আমরা রুবি জেনারেল হাসপাতালের এমার্জেন্সিতে ওকে নিয়ে আসি। এখানকার চিকিৎকরা খুবই ভালো ভাবে ওর চিকিৎসা করেছেন। এখন আমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ। আমি খুব খুশি। এটাই বলতে চাই, অন্য কারও শিশুর শারীরিক সমস্যা দেখা দিলে তাঁরা যেন এখানেই নিয়ে আসেন। এখানকার চিকিৎসক, কর্মী, নার্স সকলেই অসাধারণ পরিষেবা দেন।”

Advertisement

ঠিক কেমন ছিল পরিস্থিতি? হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ পরিচয় বেরা জানাচ্ছেন, ”সাড়ে চার মাসের ছোট্ট শিশুটি যখন ভর্তি হয়েছিল তখন ওর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। প্রথমে একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে দেখা যায় দ্রুত অবস্থার অবনতি হচ্ছে। তখন শিশুর বাড়ির লোক ওকে আমাদের এখানে নিয়ে আসেন। শুরুতেই অক্সিজেন দেওয়া হয়। অন্যান্য চিকিৎসাও শুরু করা হয়। কিন্তু ওর অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেটরে দেওয়া হয়। পরীক্ষা করে দেখা যায় খুব খারাপ একটা নিউমোনিয়ায় ও আক্রান্ত হয়েছে। তার সঙ্গে হয়তো হার্টের সমস্যাও থাকতে পারে। তাই আমরা ইকো কার্ডিওগ্রাফি করি। এবং নিউমোনিয়া ও হার্ট দুয়েরই চিকিৎসা চলতে থাকে। বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আজ আমরা ওকে ডিসচার্জ করছি। যা অবস্থা ছিল, সেখান থেকে ওর সুস্থ হওয়াটা একরকম অসম্ভবই মনে হয়েছিল। তাই আজ ওর বাড়ির লোক সত্যিই আনন্দিত।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement