Advertisement
Advertisement

Breaking News

Nirmala Sitharaman

‘সেনাকে নেতৃত্ব দেবে চনমনে তরুণরা’, মোদির সুরে নির্মলার মুখে ‘অগ্নিপথ’-এর প্রশংসা

অগ্নিবীরদের নিয়োগে কমবে সেনাবাহিনীর গড় বয়স, বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Younger Armed Force Nirmala Sitharaman on Agniveer Scheme
Published by: Kishore Ghosh
  • Posted:July 31, 2024 9:42 pm
  • Updated:August 1, 2024 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেবে এক ঝাঁক তরুণ মুখ। এর ফলে কমবে সেনাবাহিনীর গড় বয়স। সুরক্ষিত হবে দেশ। বুধবার রাজ্যসভায় অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme) নিয়ে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুরে ‘অগ্নিবীর’দের হয়ে মাঠে নামলেন তিনি। উড়িয়ে দিলেন বিরোধীদের যাবতীয় অভিযোগ।

বিগত কয়েক মাস ধরে শাসক এবং বিরোধীদের মধ্যে ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে চাপানউতর অব্যাহত। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই বিষয়ে সবচেয়ে বেশি করে সরব হয়েছেন। গতকাল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দাবি করেন, সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী কোনও যুবকই অগ্নিপথ প্রকল্পের পক্ষপাতী নন। যদিও যাবতীয় সমালোচনা উড়িয়ে দিয়ে নির্মলা এদিন দাবি করেন, তরুণদের নিয়োগ করা হচ্ছে সেনাবাহিনীতে। এর ফলে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেবে এক ঝাঁক তরুণ মুখ। তাঁরা শারীরিক ভাবে আরও চনমনে। এর ফলে ভারতীয় সেনা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে। কমবে সেনাবাহিনীর গড় বয়স।

Advertisement

[আরও পড়ুন: ‘সংসদে একবারও ভুমিধসের কথা বলেননি কেন?’, ওয়ানড় কাণ্ডে রাহুলকে নিশানা বিজেপির]

বিরোধীদের একহাত নিয়ে নির্মলা জানান, সেনাবাহিনীর মতামত নিয়েই এই প্রকল্প চালু করা হয়েছে। অতএব, অহেতুক উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। এই প্রকল্প নিয়ে রাজনীতি হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শাসক পক্ষকে কটাক্ষ করে গতকাল অখিলেশ দাবি করেন, সরকার আসলে নিজেও জানে, এই প্রকল্প ভাল নয়। অখিলেশকে উত্তর দিতে গিয়ে বিতণ্ডায় জড়ান বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। উল্লেখ্য, কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অগ্নিবীরদের নিয়ে বলতে গিয়ে তারুণ্যের প্রসঙ্গ টানেন। 

 

[আরও পড়ুন: তিনদিনের সফরে ভারতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement