Advertisement
Advertisement

Breaking News

Pune

অফিসের পার্কিংয়ে মহিলা সহকর্মীকে কুপিয়ে খুন যুবকের! দাঁড়িয়ে দেখল ভিড়

ধারের টাকা ফেরত না পাওয়ায় হত্যাকাণ্ড!

Woman stabbed by colleague over financial dispute in Pune
Published by: Kishore Ghosh
  • Posted:January 9, 2025 7:50 pm
  • Updated:January 9, 2025 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিথ্যে কথা বলে টাকা ধার নিয়েছিলেন অফিসের মহিলা সহকর্মী। এই অভিযোগে প্রকাশ্যে অফিসের পার্কিং লটে তাঁকে কুপিয়ে হত্যা করলেন এক যুবক। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ংকর সেই দৃশ্য দেখল ভিড়। যদিও মহিলাকে বাঁচাতে কেউ এগিয়ে এল না। পুণের এই হত্যাকাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর ত্রিশের অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণা খোঁজা। কৃষ্ণার চপারের এলোপাথাড়ি আঘাতে মৃত্যু হয়েছে বছর আঠাশের শুব্দা শেকর কেদারের। কৃষ্ণার দাবি, বাবার অসুস্থতার অভিযোগে একাধিক বার তাঁর থেকে টাকা ধার করেছিলেন শুব্দা। যদিও টাকা ফেরত চাইলে দিতে অস্বীকার করেন তরুণী। বলেন, এখনও অসুস্থ বাবা। এরপর বাড়িতে গিয়ে খোঁজ নেন কৃষ্ণা। তাতেই ধরা পড়ে যায় শুব্দার বাবা আদৌ অসুস্থ নন।

Advertisement

মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ অফিসের নিচে পার্কিং লটে শুব্দাকে ধরেন কৃষ্ণা। ধারের টাকা ফেরত চান তিনি। যদিও তরুণী তা দিতে চাননি বলেই অভিযোগ। এরপরেই চপার দিয়ে শুব্দার উপর হামলা চালান কৃষ্ণা। একের পর এক আঘাত করতে থাকেন তিনি। মাটিতে লুটিয়ে পড়েন রক্তাক্ত শুব্দা। সেই সময় পার্কিং লটে থাকা অনেকেই এই ঘটনা দাঁড়িয়ে দেখছিলেন। যদিও চোখের সামনে খুন হতে দেখেও কেউ বাঁচাতে আসেননি। এক সময় মৃত্যু নিশ্চিত বুঝে চপার ছুড়ে ফেলেন কৃষ্ণা। এরপরেই হত্যাকারীকে ঘিরে ধরে জনতা। তাঁকে চড়-থাপ্পড় মারতে শুরু করে ভিড়। খবর পেয়ে পুলিশ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement