Advertisement
Advertisement

Breaking News

congress

কংগ্রেসের আলস্যেই চব্বিশে বিকল্প সরকার গঠন হয়নি, অবশেষে মানলেন খাড়গে!

কংগ্রেস সভাপতির মুখে অবশেষে আত্মসমালোচনার সুর।

We could have got 20-30 more seats, Mallikarjun Kharge addresses congress district presidents' meet
Published by: Subhajit Mandal
  • Posted:March 28, 2025 9:41 am
  • Updated:March 28, 2025 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটুর জন্য কতকিছু হয়নি…! বিকল্প সরকার গঠনের হাতছানি ছিল। কিন্তু একটু কম পরিশ্রম আর দলের কর্মীদের কম পরিশ্রমের জন্য সেই সুযোগ হাতছাড়া করছে কংগ্রেস। অবশেষে স্বীকার করে নিলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বৃহস্পতিবার কংগ্রেসের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে কংগ্রেস সভাপতি বলেন, “লোকসভা নির্বচনে কংগ্রেস শ’খানেক আসন পেয়েছিল। যদি আমরা আর একটু পরিশ্রম করতাম তাহলে হয়তো ২০-৩০টি বেশি আসন আসত। সেই বাড়তি আসন পেলে দেশে বিকল্প সরকার তৈরি হতে পারত।’’ অর্থাৎ কংগ্রেস সভাপতি স্বীকার করে নিলেন দেশে বিকল্প সরকার গঠনের যে সুযোগ তৈরি হয়েছিল, সেটা কংগ্রেসের অলসতার জন্যই মাঠে মারা গিয়েছে।

Advertisement

বস্তুত চব্বিশের লোকসভা নির্বাচনে ৯৯ আসন পায় কংগ্রেস। শরিকদের সাহায্য সত্ত্বেও ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের স্ট্রাইক রেট ছিল উদ্বেগজনক হারে কম। জোট শরিকরাও বরাবর অভিযোগ করে এসেছেন, লোকসভার আগে গাছাড়া মনোভাব দেখিয়েছে হাত শিবির। পুরোদমে প্রচারে নামলে এবং শরিকদের সঙ্গে সমন্বয় তৈরি করতে পারলে হয়তো ফলাফল আরও ভালো হত। এতদিন সেভাবে স্বীকার না করলেও কংগ্রেস সভাপতির মুখে অবশেষে আত্মসমালোচনার সুর শোনা গেল।

বৃহস্পতিবার দক্ষিণ, উত্তর-পূর্ব ভারতের ১৬টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩৮টি জেলার সভাপতিদের সঙ্গে বৈঠকে বসেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। সেখানেই খাড়গে বলেন, কোথাও গিয়ে কংগ্রেসের তরফে লড়াইয়ে কমতি ছিল। সেই আলস্যের জন্যই ২০-৩০ আসন হাতছাড়া হয়েছে, সেটাও মেনে নেন তিনি। আগামী দিনে সংগঠন বাড়ানোর জন্য জেলা সভপতিদের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার বার্তাও দিয়েছেন কংগ্রেস সভাপতি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub