Advertisement
Advertisement

Breaking News

Uttar Pradesh

ছেড়ে চলে গিয়েছেন স্ত্রী, যমজ সন্তানকে দুধের সঙ্গে বিষ খাইয়ে আত্মঘাতী যুবক

স্ত্রী চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যুবক।

Uttar Pradesh man poisons twin daughters, kills self after wife leave Them

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:November 25, 2024 6:35 pm
  • Updated:November 25, 2024 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই সন্তানকে ফেলে চলে গিয়েছেন স্ত্রী। সেই হতাশায় ১৪ মাসের যমজ শিশুকে দুধের সঙ্গে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন যুবক। সোমবার মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলার উগাপুর এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই যুবক ২৭ বছর বয়সি ওমপ্রকাশ যাদব। তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে সঙ্গম যাদবের সঙ্গে বিয়ে হয়েছিল ওমপ্রকাশের। অশি ও প্রিয়াশী নামে ১৪ মাসের যমজ কন্যাসন্তান রয়েছে তাঁদের। সাংসারিক অশান্তির কারণে স্বামী ও সন্তানদের ছেড়ে বাড়ি থেকে চলে যান সঙ্গম। এই ঘটনায় গত ২১ নভেম্বর থানায় স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগও দায়ের করেছিলেন ওমপ্রকাশ। তবে স্ত্রী চলে যাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে ছিলেন যুবক। দুই মেয়েকে একাই সামলাতেন। দিনের পর দিন স্ত্রী বাড়ি না ফেরায় রীতিমতো হতাশ হয়ে পড়েন ওমপ্রকাশ। যার জেরেই শেষ পর্যন্ত দুই কন্যাসন্তানকে খুন করে আত্মঘাতী হন।

Advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সোমবার সকালে দুধে বিষ মিশিয়ে দুই সন্তানকে খাওয়ান ওই যুবক। এর পর বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে বিফল হওয়ায়, সকাল ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রায় ৫০০ মিটার দূরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। স্থানীয়রা গাছে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ এসে দেহ উদ্ধার করে।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক অজিতকুমার শ্রীবাস্তব বলেন, “প্রাথমিক তদন্তে আমাদের অনুমান স্ত্রী চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক। যার জেরেই এই কাণ্ড ঘটান। ওমপ্রকাশ এবং তাঁর দুই সন্তানের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুদের যে দুধ খাওয়ানো হয়েছিল, তার নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। পাশাপাশি ওই যুবকের স্ত্রীর খোঁজ শুরু করেছে পুলিশ।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement