Advertisement
Advertisement

Breaking News

Telangana

৬ বছরের বালিকাকে অপহরণ করে ধর্ষণ ও খুন! নারকীয় কাণ্ড তেলেঙ্গানায়

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, ঘুমন্ত বালিকাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে অভিযুক্ত ট্রাক ড্রাইভার।

Truck driver in Telangana kidnaps girl, 6, rapes and murders her

ছবি: প্রতীকী

Published by: Amit Kumar Das
  • Posted:June 14, 2024 5:24 pm
  • Updated:June 14, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারকীয় কাণ্ড তেলেঙ্গানায় (Telangana)! ৬ বছরের ঘুমন্ত বালিকাকে মায়ের কোল থেকে অপহরণের পর তাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল এক ট্রাক ড্রাইভারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলায়। ঘটনায় মূল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বলরাম নামের এক ট্রাক ড্রাইভার। তাঁর বাড়ি উত্তরপ্রদেশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত্রি ১১টা নাগাদ স্থানীয় এক রাইস মিলের বাইরে মায়ের সঙ্গে ঘুমচ্ছিল মেয়েটি। তার মা ওই রাইস মিলেরই (Rice Mill) কর্মী। রাতের অন্ধকারে মায়ের পাশ থেকে ঘুমন্ত বালিকাকে অপহরণ করে নিয়ে যায় বলরাম। এর পর মেয়েটিকে কোলে তুলে সেখান থেকে কিছু দূরে এক পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় সে। সেখানে ওই বালিকাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। এদিকে মাঝরাতে ঘুম ভেঙে মেয়েটির মা দেখে মেয়ে তাঁর পাশে নেই। আশেপাশে খুঁজেও মেয়েকে দেখতে না পেয়ে রীতিমতো উদ্বিগ্ন অবস্থায় এর পর তিনি রাইস মিলে কর্মরত অন্যান্য শ্রমিকদের খবর দেন। সকলে মিলে খোঁজখবর শুরু করতেই কিছুদূরে এক ঝোপের মধ্য থেকে উদ্ধার হয় ওই বালিকার মৃতদেহ।

Advertisement
Truck driver in Telangana kidnaps girl, 6, rapes and murders her
প্রকাশ্যে এসেছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।

[আরও পড়ুন: ‘পরীক্ষার আগেই পেয়েছিলাম আসল প্রশ্নপত্র’, NEET বিতর্কে বিস্ফোরক দাবি পরীক্ষার্থীর]

এরই মাঝে প্রকাশ্যে আসে ঘটনার সিসিটিভি ফুটেজ। যেখানে দেখা যায় ঘুমন্ত ওই বালিকাকে নিজের কাঁধে ফেলে অন্ধকারের মধ্যে হেঁটে যাচ্ছে অভিযুক্ত বলরাম। মিল শ্রমিক ও স্থানীয়রা এর পর পাকড়াও করে অভিযুক্ত বলরামকে। রীতিমতো গণধোলাই দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: আত্মনির্ভর ভারত, সন্ত্রাস মোকাবিলায় সেনার হাতে আত্মঘাতী ড্রোন ‘নাগাস্ত্র-১’]

পুলিশের তরফে জানানো হয়েছে, নৃশংস এই ঘটনায় অপরাধীকে রেহাত করা হবে না। অপরাধীর যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি ওই বালিকার মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement