Advertisement
Advertisement
Naxal

ছত্তিশগড়ে খতম ৩০ মাওবাদী, ২০২৬-এর মধ্যেই ‘লাল সন্ত্রাস’ মুক্ত হবে ভারত?

মৃত মাওবাদীদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Thirty Naxalites shot dead by security personnel in Bastar region

প্রতীকী ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:October 4, 2024 5:44 pm
  • Updated:October 4, 2024 7:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গঠনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে শুরু হয়েছে অল আউট অভিযান। শুক্রবার ছত্তিশগড়ের বস্তারে তেমনই অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল ৩০ মাওবাদী। পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার ১টা নাগাদ অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। নারায়ণপুর ও দান্তেওয়াড়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ৩০ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।

Advertisement

পাশাপাশি পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত মাওবাদী সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর (Self loading Rifle) ও প্রচুর পরিমাণ বিস্ফোরক। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, মাওবাদীদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করার পর চলতি বছরে এখনও পর্যন্ত ১৬৪ জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৭টি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে।

উল্লেখ্য, ছত্তিশগড় থেকে মাওবাদকে শেষ করার লক্ষ্যে সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার। পাশাপাশি সেখানেই এক জনসভা থেকে স্পষ্ট জানিয়ে দেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে ‘মাওবাদী মুক্ত’ বলে ঘোষণা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “আমরা বিশ্বাস করি এই মাওবাদী সমস্যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আশার কথা এটাই যে একটি মাত্র রাজ্য ছাড়া বর্তমানে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ এমনকী মহারাষ্ট্রও মাওবাদী সমস্যা থেকে পুরোপুরি মুক্ত হয়েছে।” একইসঙ্গে মাওবাদীদের বার্তা দিয়ে জানান, “যারা মাওবাদের সঙ্গে যুক্ত তাদের কাছে আমার আবেদন আপনারা অস্ত্র ত্যাগ করুন। দেশে নয়া যুগের সূচনা হয়েছে, এই উন্নয়ন যজ্ঞে আপনারাও অংশ নিন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement