সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে দল পাঠাবে না ভারত। সেই নিয়ে তুমুল ডামাডোল চলছে ক্রিকেটমহলে। এহেন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন তেজস্বী যাদব। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর খোঁচা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেতে পারেন তাহলে ভারতীয় দল কেন খেলতে যেতে পারে না?
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। তবে ওয়াঘার ওপারে খেলতে যেতে নারাজ ভারত। কারণ ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা। বদলে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার প্রস্তাব উঠেছে। কিন্তু নিজের অবস্থানে অনড় পাকিস্তানও। সেদেশের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরানো হবে না। হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নারাজ পাকিস্তান।
দুই পক্ষের নাছোড়বান্দা মনোভাবের জেরে বড়সড় জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ ঘিরে। আদৌ নির্দিষ্ট সময়ে টুর্নামেন্ট আয়োজন করা যাবে কিনা, সবপক্ষের দাবি মেনে খেলা যাবে কিনা- তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। এহেন পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য করেছেন লালুপুত্র। তেজস্বী বলেন, “খেলার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা উচিত নয়। পাকিস্তানের উচিত আমাদের দেশে খেলতে আসা, আমাদেরও উচিত পাকিস্তানে যাওয়া। খেলা মানে তো আর যুদ্ধ নয়।”
এখানেই না থেমে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন তেজস্বী। ২০১৫ সালে মোদির পাকিস্তান সফরকে তোপ দেগে আরজেডি নেতা বলেন, “প্রধানমন্ত্রী মোদি যদি বিরিয়ানি খাওয়ার জন্য পাকিস্তানে যান তাহলে সেটা ভালো। কিন্তু ভারত ক্রিকেট খেলতে গেলে সেটাকে ভুল বলা হবে। এটা মোটেই ভালো নয়।” উল্লেখ্য, গত মাসে ইসলামাবাদে এসসিও সামিটে যোগ দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু মোদি সেখানে যাননি। ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.