Advertisement
Advertisement

Breaking News

Tamil Nadu

শ্বশুরবাড়ির অমতে বিয়ে, সুপার মার্কেটে শ্যালকরা কুপিয়ে খুন করল যুবককে!

পুলিশ তদন্ত শুরু করলেও এখনও কাউকে ধরতে পারেনি।

Tamil Nadu man hacked to death by wife's brothers

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:July 25, 2024 9:13 pm
  • Updated:July 25, 2024 9:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে মত দেয়নি শ্বশুরবাড়ি। তবু ২২ বছরের তরুণীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ২৬ বছরের যুবক। পরিণতি হল ভয়ংকর। অভিযোগ, এক সুপার মার্কেটের সামনে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন তরুণীর ভাইরা! এমনই ঘটনায় চাঞ্চল্য তামিলনাড়ুতে (Tamil Nadu)।

ঠিক কী হয়েছিল? দক্ষিণী রাজ্যের বিরুধুনগরের বাসিন্দা ২২ বছরের নন্দিনীর সঙ্গে মাস আটেক আগে বিয়ে হয় কার্তিকপাণ্ডির। কিন্তু এই বিয়েতে মত ছিল না নন্দিনীর আত্মীয়দের। গতকাল, বুধবার সুপার মার্কেটে গিয়েছিলেন কার্তিকপাণ্ডি। সেখানেই কাজ করতেন নন্দিনী। স্ত্রীকে নিয়ে আসতে ওখানে যান ওই তরুণ। কিন্তু সেখানেই তাঁর উপরে চড়াও হন নন্দিনীর ভাইরা। অভিযোগ তেমনই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কার্তিকপাণ্ডিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই নন্দিনীর ভাইদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এখন কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

[আরও পড়ুন: ট্রাম্পের উপরে হামলায় শঙ্কিত কেন্দ্র, সব রাজ্যকে VVIP-দের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

গত বছরও এমনই এক খুনের ঘটনা ঘটেছিল তামিলনাড়ুতে। কৃষ্ণগিরি-ধর্মপুরীতে হওয়া হত্যাকাণ্ডেও অভিযুক্ত ছিলেন মৃতের শ্বশুরবাড়ির লোক। অভিযোগ ছিল, জগন নামের এক ব্যক্তিকে শ্বশুরবাড়ির অনুমতি ছাড়াই বিয়ে করার ‘অপরাধে’ খুন করেছে স্ত্রীর আত্মীয়রা। মৃত যুবকের পরিবার এমনই অভিযোগ দায়ের করেছিল। চাঞ্চল্য সৃষ্টি হয় এই হত্যাকে ঘিরে। এবার সুপার মার্কেটে এমন এক ভয়ানক হত্যাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হল।

[আরও পড়ুন: বৃষ্টি বিপর্যস্ত পুণেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৩, দুর্যোগে জলের তলায় মু্ম্বই, কোলাপুরও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement