Advertisement
Advertisement
Maharashtra

প্রাণ কাড়ল রিল বানানোর নেশা! খাদে পড়ে মৃত্যু সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তরুণীর

ইনস্টাগ্রামে নিয়মিত ভ্রমণ সংক্রান্ত ভিডিও পোস্ট করতেন তরুণী।

Social Media Influencer Died After Falling Off A Maharashtra Waterfall
Published by: Kishore Ghosh
  • Posted:July 18, 2024 11:23 am
  • Updated:July 18, 2024 11:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলপ্রপাতের ধারে রিল বানাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তরুণীর। মঙ্গলবার মহারাষ্ট্রের (Maharashtra) রায়গড় জেলার কুম্ভে জলপ্রপাতে ঘুরতে যান তিনি। সঙ্গে ছিলেন একঝাঁক বন্ধু। যদিও তীব্র জলস্রোতের ওই খাদে পড়ে গেলে তরুণীকে বাঁচাতে পারেননি তাঁরা।

মুম্বইয়ের বাসিন্দা মৃত তরুণীর নাম আনভি কামদার (Aanvi Kamdar)। পেশায় চার্টার্ড অ্যাকাউন্টটেন্ট। পাশাপাশি ইনস্টাগ্রামে নিয়মিত ভ্রমণ সংক্রান্ত রিল ভিডিও পোস্ট করতেন। ফলোয়ার্সের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি। মঙ্গলবার মহারাষ্ট্রের রায়গড় জেলার কুম্ভে জলপ্রপাতে ঘুরতে গিয়েছিলেন অনভি। বর্ষার মরসুমে ভয়ংকর রূপ ধারণ করেছিল সেই জলপ্রপাত। বিপদের কথা ভুলে খাদের ধারে রিল বানাতেই গিয়েছিলেন তরুণী। তখনই ৩৫০ ফুট গভীর খাদে পা পিছলে পড়ে যান তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: করোনা আক্রান্ত বাইডেন, রোগকে হাতিয়ার করেই বিঁধলেন ট্রাম্পকে

হতচকিত সাত জন বন্ধু দ্রুত পুলিশে খবর দেন। পাশাপাশি উপকূলরক্ষী বাহিনীও তরুণীকে খাদ থেকে উদ্ধার করতে জলে নামে। যদিও জলপ্রপাতের তীব্র স্রোত এবং ক্রমাগত পাথর খসে পড়ায় ছ’ঘণ্টার চেষ্টায় গুরুতর আহত ওই তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন আনভি।

 

[আরও পড়ুন: ওমানের সমুদ্রে তলিয়ে যাওয়া ৮ ভারতীয়কে উদ্ধার নৌসেনার, প্রতিকূল আবহাওয়ায় জারি তল্লাশি

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement