Advertisement
Advertisement

Breaking News

Sitaram Yechury

অসুস্থ সীতারাম ইয়েচুরি, ভর্তি হাসপাতালে

সূত্রের খবর, নিউমোনিয়ায় ভুগছেন তিনি।

Sitaram Yechury admitted to AIIMS Delhi
Published by: Paramita Paul
  • Posted:August 19, 2024 11:38 pm
  • Updated:August 19, 2024 11:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সোমবার রাতে তাঁকে দিল্লির এইমসের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউ-কে স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, নিউমোনিয়ায় ভুগছেন প্রবীণ বামপন্থী নেতা।

পরিবার সূত্রে খবর, এদিন রুটি চেকআপে এইমসে গিয়েছিলেন সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। চিকিৎসকরা কিছু পরীক্ষা-নীরিক্ষার পর তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তখনই জরুরি বিভাগে বর্ষীয়ান এই রাজনীতিবিদকে ভর্তি করা হয়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, নিউমোনিয়ায় ভুগছেন তিনি। তবে চিন্তার কিছু নেই।

Advertisement

[আরও পড়ুন: ওজন ঠিক রাখা উচিত ছিল ভিনেশেরই, ২৪ পাতার রিপোর্টে জানিয়ে দিল ক্রীড়া আদালত]

 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ইয়েচুরির নিউমোনিয়ার চিকিৎসা চলছে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। চিন্তার কিছু নেই। উল্লেখ্য, কিছুদিন আগে প্রবীণ বামনেতার চোখের অস্ত্রোপচার করা হয়েছিল। 

[আরও পড়ুন: আরও বিপাকে সন্দীপ ঘোষ! আর জি করের আর্থিক ‘বেনিয়মে’র তদন্তে SIT গড়ল রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement