Advertisement
Advertisement

Breaking News

Rajasthan

রামবন্দনায় বড়সড় সিদ্ধান্ত, ২২ জানুয়ারি পালিত হবে রামলালা দিবস

রামমন্দির উদ্বোধনের দিনটিকেই বেছে নেওয়া হয়েছে রামলালা দিবস হিসাবে। চলতি বছরের ২২ জানুয়ারি মহা আড়ম্বরের সঙ্গে অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিভিআইপি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সারা দেশের বিশিষ্ট ব্যক্তিদের।

Rajasthan to celebrate Ram Lala Diwas on 22nd January
Published by: Anwesha Adhikary
  • Posted:July 9, 2024 9:20 am
  • Updated:July 9, 2024 9:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরে ধুমধাম করে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয় রামলালার বিগ্রহ। এবার সেই দিনটিকে বার্ষিক উৎসব হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল রাজস্থান। জানা গিয়েছে, সেরাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুলে ২২ জানুয়ারি পালিত হবে রামলালা দিবস। স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হবে এই দিনটি।

জানা গিয়েছে, পড়ুয়াদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বাড়ানোর জন্যই বিশেষ পদক্ষেপ করেছে রাজস্থানের (Rajasthan) স্কুল শিক্ষা দপ্তর। আরও বেশ কয়েকটি উৎসব স্কুলে পালন করা হবে বলে জানা গিয়েছে। তার মধ্যেই অন্যতম হল রামলালা দিবস। ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ কর্মসূচি গৃহীত হবে স্কুলগুলোতে। রামলালা দিবসের মাহাত্ম্য় বোঝানো হবে পড়ুয়াদের। আয়োজন করা হবে বিশেষ অঙ্কন প্রতিযোগিতার। শুধু তাই নয়, ওইদিন একে অপরকে রাখি পরাবে পড়ুয়ারা।

Advertisement

[আরও পড়ুন: শিক্ষাঙ্গনই এইচআইভির আঁতুড়ঘর! মারণ রোগে ত্রিপুরায় মৃত ৪৭ পড়ুয়া, আক্রান্ত ৮২৮

উল্লেখ্য, চলতি বছরের ২২ জানুয়ারি মহা আড়ম্বরের সঙ্গে অযোধ্যায় (Ayodhya) রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিভিআইপি এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সারা দেশের বিশিষ্ট ব্যক্তিদের। তবে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন দেশের ৪ শঙ্করাচার্য। সকলেই স্পষ্টভাবে জানিয়ে দেন, সনাতন ধর্মের আইন ভঙ্গ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অসমাপ্ত মন্দিরে (Ram Mandir) ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা মেনে নেওয়া যায় না। তাড়াহুড়ো করার কোনও দরকার ছিল না।

তাঁদের আপত্তি উড়িয়ে মহা সমারোহে প্রাণপ্রতিষ্ঠা হয় রামলালার। পুণ্যার্থীদের জন্য খুলে যায় মন্দিরের দরজা। তবে দিনকয়েক আগে শোনা যায়, প্রথম বর্ষাতেই ছাদ চুঁইয়ে জল পড়ছে রামলালার গর্ভগৃহে। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে টর্চ জ্বেলে করতে হচ্ছে রামের আরতি। কিন্তু এতকিছুর পরেও রাজস্থানে পালিত হবে রামলালা দিবস।

[আরও পড়ুন: ‘২১ জুলাইয়ের সমাবেশের রাশ সামলাতে হবে রেলকেই’, সাফ কথা মমতার

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement