Advertisement
Advertisement

Breaking News

Rahul Gandhi

২ রাজ্যে বিধানসভা নির্বাচন, প্রচার ফেলে আমেরিকা সফরে রাহুল গান্ধী!

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, এই সফরে আমেরিকায় একাধিক কর্মসূচি রয়েছে রাহুলের।

Rahul Gandhi to will visit America for 3 days
Published by: Amit Kumar Das
  • Posted:August 31, 2024 8:23 pm
  • Updated:August 31, 2024 8:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই দেশের দুই রাজ্য জম্মু ও কাশ্মীর, হরিয়ানায় বিধানসভা নির্বাচন। জোরকদমে যার প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী দুই পক্ষই। তবে নির্বাচনী প্রচারকে কিছুদিনের জন্য সরিয়ে রেখে আমেরিকা সফরে চললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ৩ দিনের সফরে আগামী ৮ সেপ্টেম্বর আমেরিকা যাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান শ্যাম পিত্রোদা।

এদিন সোশাল মিডিয়ায় কংগ্রেসের বিদেশী শাখার চেয়ারম্যান শ্যাম পিত্রোদা বলেন, ‘রাহুল গান্ধী বিরোধী দলনেতার দায়িত্ব পাওয়ার পর থেকে আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা বার বার আবেদন জানিয়েছেন রাহুলের আমেরিকা সফর করানোর জন্য। সেখানে বসবাসকারী স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ভারতীয়রা রাহুলের সঙ্গে দেখা করতে ও কথা বলতে চান। যার জেরেই অল্প দিনের জন্য এই সফর নির্ধারিত করা হয়েছে।’ পিত্রোদা জানান, ৩ দিনের এই সফরে ৮ সেপ্টেম্বর ডালাসে যাবেন রাহুল। এর পর ৯ ও ১০ সেপ্টেম্বর তিনি থাকবেন ওয়াশিংটন ডিসি-তে।

Advertisement

[আরও পড়ুন: বিজেপির দাবিতে সায় কমিশনের, পিছিয়ে গেল হরিয়ানার ভোট]

জানা যাচ্ছে, এই সফরে আমেরিকায় বসবাসকারী ভারতীয় ছাত্র, ব্যবসায়ী ও রাজনীতিবিদদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। তাঁদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করবেন। ডালাস সফরে সেখানকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষাবিদদের সঙ্গে এক আলোচনাসভায় যোগ দেবেন। ওই অঞ্চলের রাজনীতিবিদদের সঙ্গে নৈশভোজও করবেন তিনি। এর পর ওয়াশিংটন ডিসিতেও একাধিক কর্মসূচী রয়েছে রাহুলের।

তবে মার্কিন সফরের আগে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন উপলক্ষে সেখানে মেগা প্রচারে যাচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আগামী ৪ সেপ্টেম্বর উপত্যকা যাচ্ছেন তিনি। এই সফরে তাঁর সঙ্গে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রিয়াঙ্কা গান্ধীও। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ৩ দফায় শুরু হচ্ছে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে স্থানীয় দল ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধেছে হাত শিবির। রাহুলের এই মেগা র‍্যালিতে উপস্থিত থাকবেন ন্যাশনাল কনফারেন্সের শীর্ষ নেতৃত্বরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement