Advertisement
Advertisement
Rahul Gandhi

আচমকাই অসুস্থ রাহুল গান্ধী, থাকছেন না ইন্ডিয়া জোটের সভায়

বেশ কয়েকটি নির্বাচনী প্রচার থেকেও সরে দাঁড়াতে হয়েছে সাংসদকে।

Rahul Gandhi falls sick, to skip India meeting
Published by: Anwesha Adhikary
  • Posted:April 21, 2024 3:28 pm
  • Updated:April 21, 2024 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাহুল গান্ধী। ফলে বেশ কয়েকটি কর্মসূচি থেকেও সরে দাঁড়াতে হল তাঁকে। জানা গিয়েছে, রবিবার ইন্ডিয়া জোটের মহাসভাতেও বক্তৃতা দিতে পারবেন না কংগ্রেস সাংসদ। এছাড়াও মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারেও থাকবেন না তিনি।

[আরও পড়ুন: চূড়ান্ত জলকষ্ট অতীত, ৮০ বছরে প্রথম জলের কল পেল উত্তরপ্রদেশের এই গ্রাম]

দেশজুড়ে জোর কদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। রবিবার মধ্যপ্রদেশের সাতনায় একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল রাহুলের (Rahul Gandhi)। সেখান থেকে রাঁচিতে ইন্ডিয়া জোটের সভায় বক্তৃতা দেওয়ারও পরিকল্পনা ছিল। কিন্তু রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী। তাঁর পক্ষে দিল্লি ছেড়ে বেরনো আপাতত অসম্ভব। তাঁর পরিবর্তে ইন্ডিয়া জোটের সভায় যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিই সভায় বক্তৃতা দেবেন। কিন্তু রাহুলের ঠিক কী সমস্যা রয়েছে সেই নিয়ে বিস্তারিত খবর মেলেনি। 

Advertisement

উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সভার আগে বিরোধী নেতাদের পোস্টারে কার্যত ছেয়ে গিয়েছে রাঁচি। জেলবন্দি হেমন্ত সোরেন-অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টারও রয়েছে সেখানে। তবে এদিনের সম্মেলনে সোনিয়া-প্রিয়াঙ্কা থাকবেন না। সূত্রের খবর, হেমন্ত ও অরবিন্দের স্ত্রীরা এদিন বক্তৃতা দেবেন। তাছাড়াও থাকবেন লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদবরা। 

[আরও পড়ুন: নেই চিকিৎসা পরিষেবা! তিহাড় কর্তৃপক্ষের চিঠি হাতিয়ার করে ‘কেজরি খুনের’ তত্ত্বে অনড় আপ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement