Advertisement
Advertisement

Breaking News

Droupadi Murmu

ভোটগণনার পরদিনই বিদায়ী মন্ত্রিসভাকে নৈশভোজে আমন্ত্রণ রাষ্ট্রপতির, থাকবেন মোদিও!

গোটা দেশ তথা বিশ্বের নজর ৪ জুনের দিকে।

President Droupadi Murmu to host dinner for outgoing council of ministers

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:June 1, 2024 5:59 pm
  • Updated:June 1, 2024 6:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৪৪ দিনের গণতন্ত্রের উৎসব শেষ শনিবার। এবার ফলপ্রকাশের পালা। গোটা দেশ তথা বিশ্বের নজর ৪ জুনের দিকে। তৃতীয়বার ক্ষমতায় আসবে এনডিএ নাকি মোদি সরকারকে গদিচ্যুত করবে ইন্ডিয়া! এটাই এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয়। আর তারই মধ্য়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের নৈশভোজের আমন্ত্রণ জানালেন।

রাষ্ট্রপতি ভবনের তরফে জানা গিয়েছে, আগামী ৫ জুন অর্থাৎ ভোটের ফলপ্রকাশের পরের দিন একটি নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি। ওইদিন রাত ৮টা নাগাদ বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের রাষ্ট্রপতি ভবনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সব ঠিকঠাক থাকলে আমন্ত্রণে সাড়া দিয়ে হাজির হবেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

Advertisement

[আরও পড়ুন: ‘আমায় ফিরতে দে, তার পর…’, তিহাড় থেকেই দলের কর্মীদের বড় বার্তা কেষ্টর!]

আজ দেশজুড়ে সপ্তম অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়। এদিন বাংলার নটি-সহ মোট ৫৭ আসনে নির্বাচন। ভাগ্যপরীক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কঙ্গনা রানাউত, অনুরাগ ঠাকুর থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একঝাঁক হেভিওয়েটের। এবারের নির্বাচনের শুরু থেকেই চারশো পারের স্লোগান তুলেছিল গেরুয়া শিবির। প্রথম দিকের প্রচারে মোদি থেকে অমিত শাহ, প্রত্যেককে বলতে শোনা গিয়েছিল এবার চারশোর বেশি আসন জিতে ক্ষমতায় ফিরবে এনডিএ। তবে ভোটপর্ব মিটতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলে দেন, ২৯৫-এর বেশি আসন জিতে দিল্লির দখল নেবে ইন্ডিয়া জোট। চূড়ান্ত ফল পরিষ্কার হবে আগামী ৪ জুন। তবে ফলাফল যা-ই হোক, বিদায়ী মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আমন্ত্রণ করে সৌজন্য দেখাতে ভুললেন না রাষ্ট্রপতি।

[আরও পড়ুন: ২৯৫ আসন পেয়ে ক্ষমতায় আসছে ইন্ডিয়া জোট, দাবি খাড়গের, বার্তা তৃণমূল প্রসঙ্গেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement